Aajbikel

‘বুড়ো’ হাড়ে ভেলকি! সব থেকে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন বোপান্না

 | 
বোপান্না

কলকাতা: ‘বুড়ো’ হাড়ে ভেলকি! বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। কেরিয়ারের প্রায় শেষলগ্নে এসে প্রথম গ্র্যান্ড স্ল্যাম (পুরুষ ডাবলস) জিতলেন তিনি। শনিবার ম্যাথু এবডেনকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ভারতের টেনিস তারকা।ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারালেন বোপান্না-এবডেন জুটি। উল্লেখ্য, ডাবলসে এই প্রথম ট্রফি জিতলেন বোপান্না। এর আগে অবশ্য মিক্সড ডাবলসে একটি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৩ এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন তিনি। কিন্তু দু’বাই ট্রফি হারছাড়া হয়৷ 

বেশি বয়সে ডাবলসে বিশ্বের এক নম্বর হয়ে ইতিহাস গড়লেন বোপান্না। আর তার পরই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন ৪৩ বছরের টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে জিতে ওপেন যুগে বয়স্কতম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়লেন তিনি৷ এর আগে পুরুষদের বিভাগে সবচেয়ে বেশি বয়সে ট্রফি জেতার রেকর্ড ছিল ফরাসি খেলোয়াড় জাঁ জুলিয়েন রজারের। ২০২২ সালে ৪০ বছর ৯ মাস বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন ওই ফরাসি টেনিস প্লেয়ার৷ 

Around The Web

Trending News

You May like