ভারতীয় ফুটবলে সেট-পিস কোচ, পথ দেখবেন রবি ফাউলার ও ইস্টবেঙ্গল

ভারতীয় ফুটবলে সেট-পিস কোচ, পথ দেখবেন রবি ফাউলার ও ইস্টবেঙ্গল

কলকাতা: হেড কোচ হিসাবে রবি ফাউলারের নাম ঘোষণা করে দিয়েছে স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল। ইংলিশ প্রিমিয়ার লিগে এক সময়কার নামজাদা স্ট্রাইকার তথা ইংল্যান্ডের তারকা ফুটবলার ছিলেন রবি। এর আগে আই এস এল-এ জিকো, মার্কো মাতারাজ্জি, নিকোলাস আনেলকারা কোচিং করিয়েছেন। সেই তালিকায় নতুন নাম রবি ফাউলার। তবে, রবি সহযোগী হিসেবে যাদের ইস্টবেঙ্গলের কোচিং করাতে নিয়ে আসছেন তারা প্রত্যেকেই ব্রিটিশ ফুটবলের পরিচিত না।

১. এন্থনি গ্রান্ট – রবি ফাউলারের সহযোগী থাকবেন ইস্টবেঙ্গলে। এন্থনি অস্ট্রেলিয়ার এ লিগে ব্রিসবেন রোয়ার্সেও রবির সহযোগী ছিলেন। রবির টিমের অন্যতম প্রধান সদস্য। অনেকেই একে টনি গ্রান্ট বলে ডাকেন। ম্যানচেস্টার সিটির প্রাক্তন ফুটবলার। ফাউলারের ডানহাত বলতে পারেন।

২. রেনেডি সিং – ভারতীয় ফুটবলে রেনেডির আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। ইস্টবেঙ্গল এবং ভারতীয় দলের প্রাক্তন তারকা। বাইচুং-রেনেডি জুটির কথা কে ভুলতে পারে।

৩. টেরেন্স ম্যাকফিলিপ – ভারতীয় ফুটবলে আজ পর্যন্ত আলাদা করে সেট-পিস কোচের কথা শোনা যায়নি। সেক্ষেত্রে রবি ফাউলার এবং ইস্টবেঙ্গলের হাত ধরে এ এক নতুন উদ্ভাবন। কর্নার, ফ্রি-কিকের মত সেটপিস গুলিই ম্যাচ জেতায়। এই কোচের কাজ হবে সেদিকটা দেখা। ২০১৮-১৯ সালে ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনের ক্লাব ব্ল্যাকপুল এফ সি-র কোচ ছিলেন। এবার ইস্টবেঙ্গল।

৪. রবার্ট মিমস – ইনি গোলকিপার কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগে টোটেনহাম হোটস্পরের গোলকিপার ছিলেন। শুনলে অবাক হবেন, আই এস এলে প্রবল প্রতিদ্বন্দ্বী এটিকে এর কোচিং করিয়ে গিয়েছেন। স্টিভ কোপেলের সঙ্গে কাজ করতেন। ২০১৭-১৮ তে জামসেদপুর এফ সি, ২০১৮-১৯-এ এটিকে তে কোচিং করিয়েছেন।

৪. জ্যাক ইনম্যান – ক্রীড়া বিজ্ঞানী। এখনকার ফুটবলে অবশ্যই দরকারি। যদিও ভারতীয় ফুটবলে ক্রীড়াবিজ্ঞানীরা সংখ্যায় কম। ইংল্যান্ডের ফুটবল ক্লাব মাকলিশফিল্ড টাউন এফ সি এবং বারি এফ সি’র সঙ্গে যুক্ত ছিলেন। মনে রাখবেন, বারি এফ সি তে খেলে এসেছেন বাইচুং ভুটিয়াও।

৫. এছাড়াও থাকছেন ফিজিও মাইকেল হার্ডিং এবং এনালিস্ট জোসেফ ওয়ালমসলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =