সেমিফাইনালের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান, সুস্থ করেছিলেন ভারতীয় ডাক্তার

সেমিফাইনালের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান, সুস্থ করেছিলেন ভারতীয় ডাক্তার

95a730df5ea8c7868cb29738347690b2

দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে নাজেহাল করার অন্যতম কারিগর ইনি। মহম্মদ রিজওয়ান। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও দারুন পারফর্ম করেছেন তিনি। কিন্তু এটা হয়তো অনেকে জানেন না যে সেমিফাইনাল ম্যাচের আগে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন রিজওয়ান! তাকে সুস্থ করার দায়িত্বে ছিলেন ভারতীয় এক ডাক্তার। তিনিই পাকিস্তানের ক্রিকেটারকে সুস্থ করে সেমিফাইনালের মাঠে ফেরাতে সাহায্য করেন।

কথা হচ্ছে পালমোনোলজিস্ট সাহির সাইলানাবদিনের। পাক ক্রিকেটার রিজওয়ান এর সুস্থ হওয়ার পেছনে কারিগর হচ্ছেন তিনি। ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পাক ক্রিকেটার এবং সেমিফাইনাল ম্যাচের আগের দিন তিনি ছিলেন আইসিইউতে। রিজওয়ানের চিকিৎসার দায়িত্বে ছিলেন ভারতীয় এই ডাক্তার; তিনি বলেছেন যে, প্রচন্ড অসুস্থ হওয়ার পরেও জাতীয় দলের হয়ে মাঠে নামার জন্য উদগ্রীব ছিল রিজওয়ান। তিনি এও জানিয়েছেন, মাঠে নামার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল সে তাই তার আরও বেশি দায়িত্ব ছিল তাকে সুস্থ করে তোলা। ক্রীড়াবিদ হিসেবে ওর ফিটনেস এবং সহ্যশক্তির কারণে আরো বেশি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে রিজওয়ান, এমনই দাবি করেছেন ওই ভারতীয় চিকিৎসক। পরে সুস্থ হয়ে মাঠে ফেরার আগে পাক ক্রিকেটার রিজওয়ান তাকে নিজের সই করা একটি জার্সি উপহার দিয়েছেন। প্রায় ৩৫ ঘণ্টা আইসিইউতে থাকার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচের রীতিমতো জ্বলে ওঠেন রিজওয়ান। তার এই আগুনে পারফর্মেন্স এর পেছনে অনেকটাই কৃতিত্ব এই ভারতীয় ডাক্তারের।

প্রসঙ্গত, রিজওয়ানের ওই আগুনে ইনিংস আদতে কোনো কাজে আসেনি সেমিফাইনাল ম্যাচের কারণ এক ওভার বাকি থাকতেই জিতে চায় অস্ট্রেলিয়া। সেই প্রেক্ষিতেই বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *