অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম শতরান সেরে ফেললেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। তিন অঙ্ক ছুঁয়ে বহু নজির গড়েলেন । অস্ট্রেলিয়ায় একটি সিরিজে ২০০ বা তার বেশি রান এবং ২০টি উইকেটে প্রভাব এর আগে কোনও এশিয়ান উইকেটরক্ষকের ছিল না। ভারতের হয়েও কোনও উইকেটরক্ষক এদিনের আগে অসি-ভূমে শতরান হাঁকাননি।
ফারুক ইঞ্জিনিয়ার ১৯৬৭ সালে অ্যাডিলেডে ৮৯ করেছিলেন। ভারতের হয়ে সেই স্কোরই সর্বোচ্চ ছিল। ভারতীয়দের মধ্যে দুটি বিদেশ সফরে শতরান করার নজিরও একমাত্র তাঁর। বিদেশের মাটিতে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সিরিজে রানের তালিকাতেও মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন পন্থ। পাকিস্তান সফরে প্রাক্তন ভারত অধিনায়কের ১৪৮ রান ছিল। দেড়শো টপকাননি কোনও উইকেট কিপারই।