আইপিএলে ‘বিরাট’ নজির! প্রথম ব্যাটার হিসাবে ইতিহাস গড়লেন কোহলি

নয়াদিল্লি: আইপিএলে বিরাট নজির। আগে যা কেউ করতে পারেননি, সেটাই করে দেখালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই ক্রিকেটার। প্রথম ব্যাটার হিসাবে আইপিএল প্রতিযোগিতার ইতিহাসে সাত হাজার রানের গন্ডি ছুলেন তিনি। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট হাতে ১২ রান করার পরেই এই কৃতিত্ব অর্জন করে নেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
দিল্লির বিরুদ্ধে খেলতে নামার আগে আইপিএলে ৬৯৮৮ রান ছিল কোহলির ঝুলিতে। ২৩৩টি ম্যাচ খেলে এই রান করেছিলেন তিনি৷ গড় ৩৬.৬১। চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন প্রাক্তন অধিনায়ক। দিল্লির বিরুদ্ধে এই ম্যাচের আগে ৯টি ম্যাচে ৩৭৬ রান করেন বিরাট৷
7⃣0⃣0⃣0⃣ 𝗜𝗣𝗟 𝗥𝗨𝗡𝗦 𝗙𝗢𝗥 𝗞𝗜𝗡𝗚 𝗞𝗢𝗛𝗟𝗜! 👑@imVkohli becomes the first batter to surpass this milestone in IPL 🫡
— IndianPremierLeague (@IPL) May 6, 2023
TAKE. A. BOW 👏#TATAIPL | #DCvRCB | @RCBTweets pic.twitter.com/VP4dMvLTwY
২০১৬ সালে আইপিএল মরসুমে ৯৭৩ রান করেছিলেন কোহলি। সেই রেকর্ড আজও অটুট৷ সেটা এক মরসুমের সর্বোচ্চ রান। গত বার বিরাটের রেকর্ডের খুব কাছে এসেও তা ভাঙতে পারেননি জস বাটলার। সে বার চারটি শতরান করেন কোহলি। সব মিলিয়ে আইপিএলে তাঁর পাঁচটি শতরান এবং ৪৬টি অর্ধশতরান রয়েছে৷ সর্বোচ্চ স্কোর ১১৩।
গত বছর আইপিএল-এ বিরাটের ব্যাটে ছিল রানের করা৷ বলা যায়, সেটাই ছিল এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে খারাপ মরশুম। ১৬টি ম্যাচে মাত্র ৩৪১ রান করেছিলেন আপসিবি ব্যাটার। গড় ছিল ২২.৭৩। গত বছর আইপিএলের মন্থর গতিতে একটি অর্ধশতরান করে সমালোচনার মুখেও পড়েছিলেন বিরাট কোহলি। তবে এই মরশুমে গড়লেন নতুন ইতিহাস৷