টোকিও: ইতিমধ্যেই তিনটি পদক জিতেছে ভারত চলতি অলিম্পিকে। তার মধ্যে একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ। এবার আরও একটি রুপো অন্তত নিশ্চিত করলেন কুস্তিগীর রবি কুমার। আজ ৫৭ কেজি বিভাগে তিনি হারালেন কাজাখিস্তানের নুরিস্লাম সানায়েভকে। ফাইনালে উঠে তিনি সোনার পদকের জন্য লড়বেন। গোটা দেশ চাইছে তিনি সোনা জয় করুন। তবে হেরে গেলেও আরও একটি রুপোর পদক আসবে ভারতের ঝুলিতে।
ফার্স্ট পিরিয়ডে ২-১ ব্যবধানে এগিয়ে ছিলেন রবি কুমার কিন্তু পরের পিরিয়ড শুরু হতেই ৮ পয়েন্ট সংগ্রহ করে কাজাকিস্তানের কুস্তিগীর অনেকটাই এগিয়ে যান। সেই সময় ২-৯ ব্যবধানে পিছিয়ে যান ভারতীয় কুস্তিগীর। কিন্তু সেখান থেকেই দুরন্ত কামব্যাক করেন রবি, যার পারফরম্যান্স দেখে বিশেষজ্ঞরা হয়রান হয়ে গিয়েছেন। এক লহমায় ৫ পয়েন্ট সংগ্রহ করে তিনি ব্যবধান কমিয়ে ৭-৯ করেন এবং শেষ মুহূর্তে প্রতিপক্ষকে টেক ডাউন করে বাউট জিতে নেন। অতএব ফাইনালে উঠে তিনি পদক নিশ্চিত করলেন আরো একটি। উল্লেখ্য, রবি কোয়ার্টার ফাইনালে বুলগেরিয়ার কুস্তিগীর জর্জি ভ্যাঙ্গেলভকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন।
#TeamIndia | #Tokyo2020 | #Wrestling
Men’s Freestyle 57kg Semifinal ResultsMedal incoming!! #RaviKumarDahiya makes an amazing comeback from 2-9 down to storm into the Gold medal Final. #WayToGo champ👏🙌 #RukengeNahi #EkIndiaTeamIndia #Cheer4India https://t.co/ZhdISkj7aw pic.twitter.com/vkB7ZYYWPc
— Team India (@WeAreTeamIndia) August 4, 2021