অলিম্পিক্সে কুস্তিতে রুপো জিতলেন ভারতের রবি

অলিম্পিক্সে কুস্তিতে রুপো জিতলেন ভারতের রবি

টোকিও:  এক কদম দূরে থমকাল রবি কুমার দাহিয়ার কদম৷ বিশ্বের সেরা প্রতিপক্ষকে কড়া টক্কর দিয়েও শেষ ধাপে এসে আটকে গেলন তিনি৷ সূর্যোদয়ের দেশে পুরুষদের কুস্তিতে সোনা জেতা হল না তাঁরা৷ রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় কুস্তিগিরকে৷ 

আরও পড়ুন- India vs England: প্রথম ইনিংসে ১৮৩ রানেই অলআউট ইংল্যান্ড, দুরন্ত ফর্মে বুমরাহ-শামি

সেমিফাইনালে ২-৯ পয়েন্ট পিছিয়ে থাকা অবস্থা থেকে দারুণ কামব্যাক করেছিলেন রবি৷ আশা ছিল হয়তো সোনা জিততে পারবেন ভারতীয় এই খেলোয়ার৷ দারুণ লড়াই করেও গোল্ড মেডেল বাউটে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন  রবি কুমার দাহিয়া৷ এদিন প্রথমেই এগিয়ে যান জাভুর৷ বাউটের প্রথম পয়েন্ট সংগ্রহ করে নেন তিনি৷ ২-০ লিড নিয়ে নেন৷ কিন্তু ফাইট দেন রবি৷ ২-২ পয়েন্ট করে সমতায় ফেলেন৷ 

 

আরও পড়ুন- ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে পদক, জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল মনপ্রীতরা

এক সময় ২-৭ থেকে ৪-৭ করে দেন রবি৷ তবে ম্যাচের শেষে কোনও চমক দিতে পারেননি তিনি৷ দারুণ কৌশলে জিতে যান রাশিয়ার কুস্তিগির জাভুর উগুয়েভ৷ প্রসঙ্গত, এই নিয়ে কুস্তিতে মোট ৭টি পদক হল ভারতের৷ তবে ১৩ বছরেও কাটল না অলিম্পিক্সে সোনার খরা৷ টোকিওতে রুপোতেই থামলেই রবি৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + eleven =