‘খেল রত্ন’- থেকে বাদ রাজীব গান্ধীর নাম, নামকরণ ধ্যান চাঁদের নামে, জানালেন মোদী

‘খেল রত্ন’- থেকে বাদ রাজীব গান্ধীর নাম, নামকরণ ধ্যান চাঁদের নামে, জানালেন মোদী

নয়াদিল্লি: বদলে গেল রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের নাম৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর বদলে এই পরুস্কারের সঙ্গে যুক্ত হল কিংবদন্তরি হকি খেলোয়াড় ধ্যান চাঁদের নাম৷ এবার থেকে  রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের নাম হবে ‘মেজর ধ্যান চাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড ইন স্পোর্টস অ্যান্ড গেমস’৷ শুক্রবার নাম বদলের কথা টুইট করে জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷   

আরও পড়ুন- বার্সালোনায় আর খেলবেন না লিওনেল মেসি, জানিয়ে দিল ক্লাব কর্তৃপক্ষ

প্রতি বছর কেন্দ্রীয় যুব ও ক্রিড়া দফতর থেকে এই পুরস্কার দেওয়া হয়৷ আর্ন্তর্জাতিক ক্ষেত্রে টানা চার বছর ধারাবাহির ভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে তবেই কোনও খেলোয়াড়কে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়ে থাকে৷ পুরস্কার হিসাবে দেওয়া হয় একটি পদক, সার্টিফিকেট ও ২৫ লক্ষ টাকা৷ এদিন নাম বদলের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী জানান, বেশ কয়েক দিন ধরেই বিভিন্ন মহল থেকে খেল রত্ন পুরস্কার মেজর ধ্যান চাঁদের নামে করার জন্য আবেদন আসছিল তাঁর কাছে৷ নাগরিকদের কথা শুনেই এই নাম বদল৷

এদিন টুইট করে মোদী বলেন, ‘‘আমি দেশের বিভিন্ন প্রান্তের নাগরিকদের কাছ থেকে দীর্ঘ দিন ধরেই খেল রত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যান চাঁদের নামে করার আবেদন পাচ্ছি৷ যাঁরা আমাকে এই পরামর্শ দিয়েছেন তাঁদের ধন্যবাদ জানাই৷ তাঁদের আবেগকে সম্মান জানাই৷ এবার থেকে  খেল রত্ন পুরস্কারকে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার বলা হবে। জয় হিন্দ!’

আরও পড়ুন- ব্রোঞ্জ দখলের লড়াই থেকে ছিটকে গেল রানিরা, চতুর্থ স্থানে থামল ভারত

উল্লেখ্য, দেশের অন্যতম বিশিষ্ট হকি খেলোয়াড় ধ্যান চাঁদ৷ ২২ বছরের দীর্ঘ কেরিয়ারে ৪০০-র বেশি গোল করেছেন তিনি৷ ইউরোপীয় সংবাদপত্রে তাঁকে ‘হকির জাদুকর’ বলে উল্লেখ করা হয়েছিল৷ অন্যদিকে, ১৯৯১-৯২ সাল থেকে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে খেল রত্ন পুরস্কার দেওয়া শুরু হয়৷ এই পুরস্কারের সম্মানিত হয়েছেন বিশ্বনাথ আনন্দ, অভিনব বিন্দ্রার মতো খেলোয়াররা৷ এদিকে, খেল রত্ন থেকে রাজীব গান্ধীর নাম বাদ পড়ার পিছনে রাজনীতির ছায়া দেখছেন কেউ কেউ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *