সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভিলেন হতে পারে বৃষ্টি তা আগেই জানিয়েছিল স্থানীয় আবহাওয়া দপ্তর। সেই আশঙ্কাই সত্যি হলো। শুক্রবার সকাল থেকেই বৃষ্টি নামে সাউদাম্পটনে। ম্যাচ শুরুর ঘন্টাখানেক আগে আম্পায়াররা মাঠ পরিদর্শনে যান। প্রথমে ম্যাচের প্রথম সেশন বাতিল করা হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরে প্রথম দিনই বাতিল করে দেওয়া হয়। আগাম সতর্কতা পেয়ে ম্যাচের জন্য ‘রিজার্ভ ডে’ আগেই ঘোষণা করে রেখেছিল আইসিসি্। প্রথম দিন বাতিল হওয়াই ম্যাচ ভারত-নিউজিল্যাণ্ড লড়াই যে রিজার্ভ ডেতেই পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার ম্যাচ নিয়ে বিশ্ব ক্রিকেট মহলে ছিল টানটান উত্তেজনা। প্রথমবার অনুষ্ঠিত হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনই ভেস্তে যাওয়ায় মুখভার ক্রিকেটপ্রেমীদের। একটা সময় বৃষ্টি থেমে যাওয়ায় ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষমেশ তা আর সম্ভব হয়নি। তবে শুধু প্রথমদিনই নয়, আগামী বেশ কয়েকদিন সাউদাম্পটনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষপর্যন্ত ম্যাচের ভবিষ্যৎ কী হয় তা নির্ভর করছে বৃষ্টির উপরেই।
এদিকে প্রথম দিন বাতিল হতেই ভারতীয় দলকে কটাক্ষ করে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ট্যুইট করেছেন, “খেলা ভেস্তে যাওয়ায় ভারত বেঁচে গেল।”
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বৃষ্টিতে বাতিল প্রথম দিনের খেলা গড়াবে রিজার্ভ ডে-তে!
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বৃষ্টিতে বাতিল প্রথম দিনের খেলা গড়াবে রিজার্ভ ডে-তে!