তিন সহকারীর পুরস্কার কম কেন? নাখুশ দ্রাবিড় ফেরালেন পুরস্কারের আড়াই কোটি টাকা

নয়াদিল্লি: প্রোটিয়াদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত৷ বিশ্বজয়ের জন্য রহিত শর্মাদের মোটা অঙ্কের টাকাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)৷ ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া…

নয়াদিল্লি: প্রোটিয়াদের হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত৷ বিশ্বজয়ের জন্য রহিত শর্মাদের মোটা অঙ্কের টাকাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)৷ ১২৫ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে ক্রিকেটারদের। ১৫ জন ক্রিকেটারের সঙ্গে দলের কোচ রাহুল দ্রাবিড়কেও পুরষ্কৃত করা হয়েছে৷ ৫ কোটি টাকা দেওয়া হয় তাঁকে। কিন্তু তাঁর তিন সহকারী কোচের জন্য বরাদ্দ হয়েছে মাথা পিছু আড়াই কোটি টাকা। যা একেবারেই নাপসন্দ রাহুলের। তাই পুরস্কারের অর্ধেক টাকা বিসিসিআইকে ফিরিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ। রাহুল বক্তব্য, এই জয়ের নেপথ্যে বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ টি দিলীপেরও অবদান রয়েছে। তাঁদেরও সমান টাকা প্রাপ্য।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *