মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রবি শাস্ত্রী, এটা সকলেই জানেন। কিন্তু এই পদে তার মেয়াদ একেবারে শেষের পথে। কয়েকদিনের মধ্যেই বিরাট কোহলিদের হেডস্যার হিসেবে সময় শেষ হবে শাস্ত্রীর। কিন্তু তারপর? ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব কে নেবেন? বেশ কিছুদিন ধরেই সেই পদে রাহুল দ্রাবিড়ের নামের জল্পনা শুরু হয়েছে। ভারতীয় দলের ইংল্যান্ড সফরের ঠিক আগে শ্রীলঙ্কা সফরে দলে অধিকাংশ সিনিয়র খেলোয়াড় ছিলেন না। অধিনায়ক করা হয়েছিল শিখর ধাওয়ানকে। সেই দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে শ্রীলঙ্কায় গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। তারপর থেকেই ভারতের সিনিয়র দলের শাস্ত্রী-পরবর্তী কোচ হিসেবে রাহুলের নাম উঠতে শুরু করেছে।
তবে ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ রাহুল নিজেই হয়তো এই পদের জন্য হয় প্রস্তুত নন, নয়তো ইচ্ছুক নন। সেটা তার কার্যকলাপেই স্পষ্ট। কিছুদিন আগেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) কোচের জন্য উৎসাহী প্রার্থীদের আবেদন করার জন্য নোটিশ দিয়েছিল বিসিসিআই। শ্রীলঙ্কা সফর থেকে দেশে ফিরেই সেই পদের জন্য আবেদন করে দিয়েছেন রাহুল দ্রাবিড়। আশ্চর্যের বিষয় এই যে, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রাহুল ছাড়া আর একজনও এই পদের জন্য আবেদন করেননি। তাই হয়তো পূর্ণ সময়ের জন্য ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে এখনই দেখা যাবে না।
নির্ধারিত সময়ে রাহুল ছাড়া আর কেউ আবেদন না করায় ভারতীয় ক্রিকেট বোর্ড সময় বাড়ানোর চিন্তাভাবনা করছে। এনসিএ-এর কোচের জন্য আবারও আবেদন নেওয়া হতে পারে। তবে বিসিসিআইয়ের এক গোপন সূত্রের মতে তাতে লাভ সেরকম কিছুই হবে না। রাহুল যেভাবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেহারাটাই পাল্টে দিয়েছেন, তাতে তার পুনরায় এনসিএ-এর কোচ নির্বাচিত হওয়ার আশঙ্কাই বেশি। এজন্য তিনি এখনই ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে থাকবেন না।