ভারতীয় ক্রিকেটে ‘দ্রাবিড় যুগের’ সূচনা!

ভারতীয় ক্রিকেটে ‘দ্রাবিড় যুগের’ সূচনা!

013edc9c00f883a9673f074477103882

নয়াদিল্লি: জল্পনা অনেক দিন ধরেই ছিল। এবার সেই জল্পনা সত্যি। ভারতীয় ক্রিকেটে ‘দ্রাবিড় যুগের’ সূচনা হতে চলেছে। দলের নতুন কোচ হচ্ছেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘দ্য ওয়াল’, রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের কোচ হচ্ছেন তিনি। তাঁর সঙ্গে বোলিং কোচ হচ্ছেন পরেশ মামব্রে। সূত্রের খবর, দ্রাবিড়ের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি করতে চলেছে ভারতীয় বোর্ড এবং বছরে ১০ কোটি টাকার চুক্তি হতে পারে তাঁর সঙ্গে। 

বর্তমানে জাতীয় অ্যাকাডেমির দায়িত্ব সামলাচ্ছেন রাহুল দ্রাবিড়। কিন্তু আগামী কয়েক দিনের মধ্যে তা ছেড়ে দেবেন বলে জানা গিয়েছে। কারণ তিনি ভারতের জাতীয় দলের কোচ হতে প্রস্তুত বলে জানিয়েছেন। এর আগে শ্রীলঙ্কা সফরে শিখর ধবনদের কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন দ্রাবিড়। সেই সময় থেকেই তাঁকে কোচ হিসেবে থাকার আবেদন করা হয়েছিল কিন্তু তখন রাজি হননি ‘দ্য ওয়াল’। কিন্তু এখন তিনি পুরোপুরি প্রস্তুত বলেই জানা গিয়েছে। বেশ কয়েক বছর ধরেই জাতীয় অ্যাকাডেমি এবং অনূর্ধ্ব-১৯ ও ভারত ‘এ’ দলের দায়িত্ব সামলেছেন দ্রাবিড়। তুলে এনেছেন তরুণ প্রতিভা এবং সাফল্যও পেয়েছেন। তিনি ভারতের কোচ হলে যে আরও বেশি সাফল্য পেতে পারে ‘টিম ইন্ডিয়া’ তার আশা করাই যায়। 

উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের পর মেয়াদ শেষ হয়ে যাবে বর্তমান কোচ রবি শাস্ত্রীর। সেই সঙ্গে দায়িত্ব ছাড়বেন ভরত অরুণরাও। তাই ইতিমধ্যেই একাধিক নাম উঠে আসছিল পরবর্তী কোচের জন্য। দ্রাবিড় ছাড়াও নাম শোনা যাচ্ছিল, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলের। কিন্তু সৌরভদের সঙ্গে দ্রাবিড়ের ইতিমধ্যেই কথা পাকা হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *