রাহুল দ্রাবিড়ের দীর্ঘদিনের রেকর্ডও ভেঙে দিলেন বিরাট কোহলি। একবছরে বিদেশে সবথেকে বেশি রান করার রেকর্ড। তাঁর মুকুটে জুড়ল আর একটি পালক। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন কোহলি। একবছরে কোহলির রান দাঁড়াল ১১৩৮। ২০০২ সালে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন দ্রাবিড়, ১১৩৭ রান করে। কোহলি, দ্রাবিড় ছাড়াও মহিন্দর অমরনাথ ১৯৮৩ সালে ১০৬৫ রান করেছিলেন। ১৯৭১ সালে সুনীল গাভাসকর করেছিলেন ৯১৮ রান। এবছর ইংল্যান্ডে ৫টি টেস্টে কোহলি করেছেন ৬০০ রান। এছাড়াও দক্ষিণ আফ্রিকায় তিনটি ফর্মাটেই প্রচুর রান তুলেছেন।
রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভাঙলেন বিরাট
রাহুল দ্রাবিড়ের দীর্ঘদিনের রেকর্ডও ভেঙে দিলেন বিরাট কোহলি। একবছরে বিদেশে সবথেকে বেশি রান করার রেকর্ড। তাঁর মুকুটে জুড়ল আর একটি পালক। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন কোহলি। একবছরে কোহলির রান দাঁড়াল ১১৩৮। ২০০২ সালে বিদেশের মাটিতে টেস্ট ম্যাচে এই রেকর্ড গড়েছিলেন দ্রাবিড়, ১১৩৭ রান করে। কোহলি, দ্রাবিড় ছাড়াও মহিন্দর