কোভিড পজিটিভ রাফায়েল নাদাল! চিন্তায় ভক্তগণ

কোভিড পজিটিভ রাফায়েল নাদাল! চিন্তায় ভক্তগণ

মাদ্রিদ: গত সপ্তাহে আবু ধাবিতে মুবাদালা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টেনিসে খেলেছেন। সেখান থেকে স্পেনে ফেরার পর রাফায়েল নাদাল করোনা আক্রান্ত হলেন। আবু ধাবি থেকে আসার পর তাঁর আরটিপিসিআর টেস্ট হয়। তখনই ধরা পড়ে যে তিনি কোভিড পজিটিভ। এই কথা নিজেই জানিয়েছেন রাফা। আপাতত তিনি সব রকমের করোনা রোধের নিয়ম মেনে চলছেন।

খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন। তবে তাঁর করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় রাফার সেই খেলায় অংশগ্রহণ করা এখন কার্যত অনিশ্চিত। কারণ এক সপ্তাহের মধ্যেই খেলোয়াড়দের অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। সম্প্রতি আবু ধাবির যে প্রতিযোগিতায় নাদাল অংশগ্রহণ করেছিলেন তাতে হেরে যান তিনি। অ্যান্ডি মারে ও ডেনিস শাপোভালভের কাছে পরাজিত হন রাফা। তাই অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে একটা প্রত্যাশা ছিল তাঁর ভক্তদের কাছে। কিন্তু এখন মনে হচ্ছে, সেটা পুরণ হবে না।

উল্লেখ্য, এখন বিশ্বজুড়ে দাপাচ্ছে করোনা ভাইরাস নয়া প্রজাতি ওমিক্রন। তবে তিনি এই নতুন প্রজাতিতে আক্রান্ত কিনা তা এখনও জানা যায়নি। তবে আতঙ্ক ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, কারণ আমেরিকা, ইউরোপে এই ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। আমেরিকার সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ বিভাগের প্রধান অ্যান্টনি ফসির কথায়, ওমিক্রন ডেল্টার মতো অতটা ক্ষতিকর নয়। তবে এর অর্থ এমন নয় যে ওমিক্রন একেবারেই নিরীহ। করোনার নয়া ভেরিয়েন্টের এমন কিছু বিরল ক্ষমতা রয়েছে, যেটা ডেল্টার মধ্যে ছিল না। ফলে সেই ক্ষমতার কথা মাথায় রেখেই ওমিক্রন মোকাবিলার প্রস্তুতি সারতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *