নয়াদিল্লি: দাবার ঘুঁটিতে ফের বাজিমাত ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞাননন্দের। বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে দু’বার পরাজিত করে দাবার দুনিয়ায় ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছিল ১৬ বছরের এই দাবাড়ু। এবার কার্লসেনের দেশ নরওয়েতে অনুষ্ঠিত নরওয়ে চেস গ্রুপ এ প্রতিযোগিতায় সেরার শিরোপা ছিনিয়ে নিল এই কিশোর। টুর্নামেন্টে একটিও ম্যাচেও হারেনি প্রজ্ঞানন্দ৷ সবশেষে জিতে জয়ের শিরোপা ওঠে তার মাথায়৷
আরও পড়ুন- বিয়ের পিঁড়ি নিয়ে হাজির মা! এবার কি নতুন ইনিংস শুরু করছেন মিতালি রাজ
নরওয়ে চেস ওপেনের শীর্ষ বাছাই হিসাবেই টুর্নামেন্ট শুরু করেছিল ১৬ বছরের প্রজ্ঞানন্দ। ওপেন চেস টুর্নামেন্টে ৯টি রাউন্ড শেষে ৭.৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু৷ শেষ রাউন্ডে ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার ভি প্রণীথকে পরাজিত করেন তিনি৷ প্রজ্ঞানন্দ শেষ রাউন্ডে পুরো পয়েন্ট সংগ্রহ করে পিছনে ফেলেন দ্বিতীয় স্থানাধিকারী ইজরায়েলের ইন্টারন্যাশনাল মাস্টার (আইএম) মারসেল এফ্রইমস্কি এবং সুইডেনের আইএম জুং মিন সিওকে। প্রণীত ছয় পয়েন্ট নিয়ে যুগ্ম তিনে ছিলেন৷ টাই-ব্রেক স্কোরের নিরিখে তিনি ষষ্ঠ স্থানে নেমে যান।
সাফল্যের শিরোপায় নতুন পালক জুড়ে কেমন লাগছে তাঁর? প্রজ্ঞানন্দের কথায়, “এই টুর্নামেন্টের প্রত্যেক ম্যাচেই আমি খুব ভাল খেলেছি। যেভাবে দাবার বোর্ডে চাল দিতে চেয়েছিলাম, সেইভাবে দিতে পেরেছি। তাই সব মিলিয়ে খুব ভাল লাগছে। দেশে ফেরার পরেই তাঁর লক্ষ্য দাবা অলিম্পিয়াডের জন্য নিজেকে প্রস্তুত করা৷
প্রজ্ঞা আরও বলে, “কার্লসেন, ডিং লিরেনের মতো বড় মাপের দাবাড়ুদের বিরুদ্ধে খেলতে নেমে অনেক কিছু শিখতে পেরেছি৷ অনেক অভিজ্ঞতা হয়েছে৷ এবার নরওয়ে চেস ওপেন জিতে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে৷’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>