নয়াদিল্লি: ২০১৭ সালে আট বছরের জন্য বিরাট কোহলির সঙ্গে পুমা ১০০ কোটির চুক্তি করে৷ কোনও একটি সংস্থার সঙ্গে এটিই সবচেয়ে বড় অঙ্কের চুক্তি ছিল৷ এবার বিরাটের কাছাকাছি পৌঁছে গেলেন পিভি সিন্ধু৷ চিনা ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা লি নিং-এর সঙ্গে চার বছরে ৫০ কোটি টাকার চুক্তি করলেন সিন্ধু।
ভারতীয় ব্যাডমিন্টনের দুনিয়ায় এত বড় অঙ্কের আর্থিক চুক্তি হয়নি। গত মাসে কিদাম্বি শ্রীকান্তের সঙ্গে চার বছরে ৩৫ কোটি টাকার চুক্তি করেছিল ওই সংস্থা। কিন্তু, সিন্ধুর এই চুক্তি এ যাবৎকালে ভারতীয় ব্যাডমিন্টনের সব চুক্তির অঙ্ককে ছাপিয়ে গিয়েছে। এমনকী, ক্রিকেটকে যে দেশের ‘ধর্ম’ বলে মনে করা হয়, এই চুক্তি ক্রিকেটেরও বেশ কিছু বড় অঙ্কের চুক্তির সঙ্গে পাল্লা দিচ্ছে। সব মিলিয়ে বলতেই হচ্ছে, এই চুক্তির মাধ্যমে দেশের ব্যাডমিন্টনকে ভিন্ন স্তরে নিয়ে গেলেন হায়দরাবাদি। সিন্ধুর সঙ্গে চিনের ক্রীড়া সরঞ্জাম তৈরির সংস্থা লি নিংয়ের নতুন চুক্তি ৪ বছরের জন্য ৫০ কোটি, যা বিরাটের চুক্তির কাছাকাছি। প্রতি বছর সিন্ধু পাবেন ১২.৫ কোটি৷ ফোর্বসের তালিকায় গত বছর সিন্ধু ছিলেন মেয়েদের মধ্যে বিশ্বের সপ্তম সর্বোচ্চ বিত্তবান ক্রীড়াবিদ৷ ২০১৬ সালে সিন্ধু ইওনেক্সের সঙ্গে ৩ বছরে ৩.৫ কোটি টাকার চুক্তি করেছিলেন। এ বার চুক্তির অঙ্ক অনেক বেশি৷