নিজের বায়োপিকে দীপিকাকে চান পিভি সিন্ধু

নয়াদিল্লি: বছরের শেষ টুর্নামেন্ট ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে ভালো ফর্মে থাকবেন, এমনই মনে করেন পিভি সিন্ধু। ১২ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। গতবার দুবাইয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ওলিম্পিক রুপো জয়ী সিন্ধু রানার্স হয়েছিলেন। তিনি এই টুর্নামেন্টে ফোকাস রাখার জন্যই সৈয়দ মোদি ব্যাডমিন্টনে খেলেননি। এই নিয়ে তৃতীয় বার ওয়াল্ড ট্যুর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন পিভি সিন্ধু।

নিজের বায়োপিকে দীপিকাকে চান পিভি সিন্ধু

নয়াদিল্লি: বছরের শেষ টুর্নামেন্ট ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে ভালো ফর্মে থাকবেন, এমনই মনে করেন পিভি সিন্ধু। ১২ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। গতবার দুবাইয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ওলিম্পিক রুপো জয়ী সিন্ধু রানার্স হয়েছিলেন। তিনি এই টুর্নামেন্টে ফোকাস রাখার জন্যই সৈয়দ মোদি ব্যাডমিন্টনে খেলেননি। এই নিয়ে তৃতীয় বার ওয়াল্ড ট্যুর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন পিভি সিন্ধু। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি ভালো পারফরম্যান্স করতে পারব বলেই আশা রাখি। কারণ প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছি। আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত। এটা একটা কঠিন টুর্নামেন্ট। যেখানে বিশ্বের সব সেরা প্লেয়াররা খেলবে। তবুও আমি এই টুর্নামেন্ট জিততে চাইছি।’ এবার সিন্ধু রুপো পেয়েছেন কমনওয়েলথ, এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে। রানার্স হয়েছেন ইন্ডিয়া ও তাইল্যান্ড ওপেনে। পাঁচটি ফাইনালেই তিনি হেরেছেন। ‘চোকার্স’ তকমা ওঠাতে মরিয়া গোপীচাঁদের এই ছাত্রী। তবে এবছরের সামগ্রিক পারফরম্যান্সে খুশি সিন্ধু।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({
google_ad_client: “ca-pub-6121054420049887”,
enable_page_level_ads: true
});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fourteen =