মস্কো: ইউরো আর কোভিড যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। একের পর এক দেশের খেলোয়াড়রা করোনা আক্রান্ত হচ্ছেন। তার জেরে চিন্তায় বাড়াচ্ছে আয়োজকদের। ইউরোর গোটা টুর্নামেন্ট ভালো ভাবে শেষ করা সম্ভব হবে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন স্পেনের অধিনায়ক। রিপোর্ট পজেটিভ আসে স্পেন দলের অধিনায়ক সের্জিও বুস্কেটসের। তারপরই গোটা দলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আইসোলেসনে চলে যায় গোটা দল। এর ২ দিন পর ফের কোভিড টেস্ট করা হয় স্পেন দলের। তখন দেখা যায় রিপোর্ট পজেটিভ আসে দিয়েগো লরেন্তের। আর এবার করোনা আক্রান্ত হলেন পর্তুগীজ তারকা।
রাইট ব্যাক জোয়াও ক্যান্সেলো কোভিড পজিটিভ। ইউরো কাপে খেলতে নামার আগে নিঃসন্দেহে এটা বড় ধাক্কা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের কাছে। গত বারের চ্যাম্পিয়নদের ইউরো অভিযান শুরু করার কথা ১৫জুন। হাঙ্গেরির বিরুদ্ধে। এখন নিয়ম মেনে করোনা টেস্ট হচ্ছে প্রতিটা দলেই। সেই টেস্ট করার সময়েই ধরা পড়ে ক্যান্সেলো করোনায় আক্রান্ত। এর জেরে হাঙ্গেরি ম্যাচ তো বটেই, পুরো ইউরো কাপেই তিনি খেলতে পারবেন না বলে পর্তুগালের দলের তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্ত হিসেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দিয়োগো দালোতকে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে জোয়াও ক্যান্সেলোকে একেবারে আলাদা ভাবে আইসোলেশনে রাখা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। দলের বাকি সদস্যদেরও ফের করোনার পরীক্ষা করানো হয়েছে।
উল্লেখ্য এর আগে করোনা আক্রান্ত হন রাশিয়ার উইংগার আন্দ্রেয়ি মোস্টোভি। এর জেরে এবারের ইউরো কাপ থেকে ছিটকে গেছেন তিনি। তার ফলে চাপ বাড়ে রাশিয়া শিবিরে। এরপর সুইডেনের মিডফিল্ডযুগল ডেয়ান কুলসেভস্কি ও ম্যাথিয়াস স্যাভেনবার্গও করোনার আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। আর এবার পতুর্গাল শিবিরে আক্রান্তের খবর আসায় আতঙ্কে অন্যান্য দেশের ফুটবলাররাও। উল্লেখ্য ইউরোর পাশাপাশি কোপাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভেনেজুয়েলার ৮ ফুটবলারও করোনা আক্রান্ত বলে কোপায় নামার আগে জানান হয়।