থামল পর্তুগীজ জাহাজ, ইউরো কাপ থেকে বিদায় নিলেন রোনাল্ডো

থামল পর্তুগীজ জাহাজ, ইউরো কাপ থেকে বিদায় নিলেন রোনাল্ডো

স্পেন: টানটান ম্যাচে বেলজিয়ামের কাছে হেরে ইউরো যাত্রা শেষ হল পর্তুগালের। টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার স্বপ্নভঙ্গ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রেড ডেভিলসরা ১-০ গোলে পর্তুগীজদের হারিয়ে পৌঁছে গেল ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে। বেলজিয়ামের থগান হ্যাজার্ডের অনবদ্য বিশ্বমানের গোলই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। সম্ভবত ক্যারিয়ারের শেষ ইউরো কাপে প্রি-কোয়ার্টার ফাইনালের গণ্ডিও টপকাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

রবিবাসরীয় রাতে স্পেনের লা কার্তুজা স্টেডিয়ামে রাউন্ড অফ ১৬-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্বের এক নম্বর ফুটবল দল বেলজিয়াম ও গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। শুরু থেকেই অনেক অঙ্ক কষে সাবধানে কোনোরকম ঝুঁকি না নিয়ে খেলছিল দুই দলই। কিন্তু একঝাঁক তরুণ তারকা দলে নিয়েও অতিরিক্ত রোনাল্ডো নির্ভরতা ডুবিয়ে দিল পর্তুগালকে। প্রথমার্ধে দুই দলই নিজেদের রক্ষণভাগ জমাট রেখে অনেক সাবধানে আক্রমণে উঠছিল। পর্তুগালের ছন্দ‌ ভেঙ্গে দেওয়ার চেষ্টায় বারবার খেলার গতি কমিয়ে দিচ্ছিল রেড ডেভিলসরা। প্রথমার্ধের শেষের দিকে থগান হ্যাজার্ড ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শক্তিশালী বাঁকানো শটে পর্তুগীজ গোলরক্ষক রুই প্যাট্রিসিওকে পরাস্ত করে অনবদ্য জয়সূচক গোলটি করেন।

দ্বিতীয়ার্ধে অনেক বেশি করে আক্রমণে আসে পর্তুগাল। পরিবর্ত হয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্ডেজ মাঠে নেমে মাঝমাঠকে সক্রিয় করে পর্তুগালকে বারবার আক্রমণে ওঠার সুবিধা করে দেন। ম্যাচের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী খেলায় অনেক বেশি দখল রেখে শেষ পর্যন্ত আর গোলের রাস্তা খুলতে পারেনি পর্তুগাল। বেলজিয়ামের বিশ্বসেরা গোলরক্ষক কুর্তোয়াকে পরাস্ত করতে পারলেন পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হতাশা দেখা দিল তার চোখে মুখে। ইউরো কাপ থেকে বিদায় নিল পর্তুগাল। রোনাল্ডোদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে সরাসরি ইতালির সামনে গিয়ে পড়ল বেলজিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *