স্বাধীনতা দিবসে হবে সাক্ষাৎ! অলিম্পিক পদকজয়ীদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্স থেকে ৬টি পদক এসেছে ভারতের ঝুলিতে। যদিও ক্রিড়াপ্রেমীদের প্রত্যাশা পূরণ হয়নি৷ কারণ প্যারিক থেকে আরও বেশি পদক অ্যাথলিটদের থেকে আশা করেছিল দেশের…

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্স থেকে ৬টি পদক এসেছে ভারতের ঝুলিতে। যদিও ক্রিড়াপ্রেমীদের প্রত্যাশা পূরণ হয়নি৷ কারণ প্যারিক থেকে আরও বেশি পদক অ্যাথলিটদের থেকে আশা করেছিল দেশের মানুষ৷ তবুও বিদেশের মাটিতে তাঁদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁদের সঙ্গে দেখা করার সিদ্ধান্তও নিয়েছেন৷ আগামী ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন তিনি।

 

খেল দুনিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক বেশ নিবিড়। গত বছর ভারতের মাটিতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে পরাজয়ের পর রোহিতদের ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন তিনি। সকলকে স্বান্তনা দিয়েছিলেন৷ এবার বিদেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফেরার পর ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে জমাটি  আড্ডা হয় তাঁর। এবার অলিম্পিক্সে পদক জয়ী অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন মোদী।১৫ অগাস্ট বেলা ১টা নাগাদ তাঁদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্যারিসের পদকজয়ী অ্যাথলেটরা৷