ওয়াশিংটন: ছেলেবেলায় সাধারণ জ্ঞান বইয়ে 'ফুটবল সম্রাট' হিসেবে লেখা থাকত এডসন অ্যারেন্টাস ডো নাসিমেন্টো পেলের নাম। ব্রাজিলিয়ান কিংবদন্তিকেই সর্বকালের সেরা ফুটবলার বলে মনে করা হত। কাছাকাছির মধ্যে ছিলেন আর্জেন্টিনার দিয়েগো মারাদোনা। কিন্তু ইদানীং কালে অনেক বিশেষজ্ঞই দাবি করছেন, পেলেকে যতটা মাথায় করে রাখা হয়, ততটা সম্মানের যোগ্য তিনি নন। বিখ্যাত ক্রীড়াপত্রিকা 'স্পোর্টস বাইবেল' সেই দাবিকেই ফের স্বীকৃতি দিল। এই পত্রিকার তরফে সর্বকালের সেরা বা সংক্ষেপে 'গোট' হিসেবে মনে করছে লিয়োনেল মেসিকে। তাঁর চির-প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানোকে রাখা হয়েছে তার নীচের বিভাগ কিংবদন্তিতে।
মোট ছ'টি বিভাগে খ্যাতনামা ফুটবলারদের ভাগ করেছে স্পোর্টস বাইবেল। সর্বোচ্চ গোট বিভাগে আছেন শুধু মেসিই। পরের কিংবদন্তি পর্যায়ে রোনাল্ডো ছাড়াও আছেন পাওলো মালদিনি, জোহান ক্রুয়েফ, মারাদোনা, জিদান, পুয়োল, রোনাল্ডিনহো এবং ব্রাজিলের রোনাল্ডো। এরপরে 'গ্রেট' ক্যাটেগরিতে আছেন জিয়ানলুইজি বুফন, রায়ান গিগস, স্টিভেন জেরার্ড, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, ইব্রাহিমোভিচ, অ্যালান শিয়ারার, থিয়েরি অরিঁ এবং রবার্তো কার্লোস। এর নীচে আছেন 'গুড' ক্যাটেগরির ফুটবলাররা। এই বিভাগের মধ্যে আছেন বেকহ্যাম, এমবাপে, আগুয়েরো, ভ্যান ডাইক, রবিন ভ্যান পার্সি এবং দিদিয়ের দ্রোগবা। এরপর আসছে ওভাররেটেড অর্থাৎ পেলে এবং আরও কিছু প্লেয়ারের নাম যাঁদের যোগ্যতা কম হলেও বেশি হইচই হয়েছে। বর্তমান ব্রাজিল অধিনায়ক নেইমারও এই তালিকায় আছেন। বাকিরা হলেন অ্যালেক্সিস স্যাঞ্জেজ, আঁতোয়ান গ্রিজমান, মেসুট ওজিল, জেরার্ড পিকে, গ্যারেথ বেল এবং করিম বেঞ্জেমা।
আরও একটি তালিকা বানানো হয়েছে এমন ফুটবলারদের নিয়ে যাঁরা ভাল অবদান রেখেও যোগ্য সম্মান পাননি। ওয়েন রুনি, আর্জেন রবেন, সের্জিও বুস্কেটস এবং হিউং মিং সন আছেন এই তালিকায়। পেলের অবিশ্বাস্য হাজার গোলের রেকর্ড নিয়ে অনেকেই বলছেন, তিনি ক্লাব ফুটবল চিরকাল ব্রাজিলের স্যান্টোসেই খেলে গেলেন। কঠিন ইউরোপীয় লিগের চ্যালেঞ্জই নেননি। এছাড়া তাঁর গোলের অনেকগুলি 'ফ্রেন্ডলি' ম্যাচে করা যেখানে আদৌ প্রতিযোগিতা হয়নি।