চিকিৎসায় সাড়া দিচ্ছেন না! আরও সঙ্কটে পেলে, রাখা হল বিশেষ ব্যবস্থায়

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না! আরও সঙ্কটে পেলে, রাখা হল বিশেষ ব্যবস্থায়

555a3053e81abc02df00b856875bdd0e

ব্রাসিলিয়া: আরও সঙ্কটজনক ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে৷ দিচ্ছেন না চিকিৎসায় সাড়া৷  ব্রাজিলের সংবাদপত্র ‘ফোলহা ডে সাও পাওলো’ জানিয়েছে, কেমোথেরাপি কাজ করছে না৷ সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি ঘটছে তাঁর৷ ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জিতেছিলেন তিনি। এই কিংবদন্তীর শারীরিক পরিস্থিতি চিকিৎসকদের হাতের বাইরে চলে যাচ্ছে বলে জানানো হয়েছে৷ তাঁকে রাখা হয়েছে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ।

আরও পড়ুন-  ফুটবল মাঠ থেকে পরিবার, মেসির সাফল্যের রহস্য কী?

কী এই প্যালিয়াটিভ কেয়ার?
যখন রোগীর শরীরে কোনও চিকিৎসাই আর কাজ করে না, তখনই তাঁকে রাখা হয় প্যালিয়াটিভ কেয়ারে৷ এই ব্যবস্থার মাধ্যমে রোগীর উপসর্গ উপশম করা হয়। অর্থাৎ, রোগীর শরীরে যে সকল সমস্যা বাসা বেঁধেছে, তা থেকে তাঁর কষ্ট লাঘব করতেই সেই বন্দোবস্ত করেন চিকিৎসকেরা। 

৮২ বছর বয়সি কিংবদন্তী ফুটবলার পেলের শারীরিক অবস্থা নিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম জানাচ্ছে, সাড়া না মেলায় তাঁর কেমোথেরাপি বন্ধ করা হয়েছে। শ্বাস-প্রশ্বাসের মাত্রা কমছে৷ গত বছর কোলোন ক্যান্সারে আক্রান্ত হন ফুটবল সম্রাট পেলে। কোলোনে থাকা টিউমার অস্ত্রোপচার করে বার করে আনা হলেও পুরোপুরি সুস্থ হননি তিনি। অসুস্থই ছিলেন। বরং সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি হতে থাকে তাঁর। চলতি বছরের শুরুতেই  পাকস্থলী, ফুসফুস ও যকৃতে ক্যান্সার ধরা পড়ে৷

৩০ নভেম্বর সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পেলেকে। তখনই জানা যায়, তাঁর শরীরে কেমোথেরাপি কাজ করছে না৷  হৃদপিন্ডে সমস্য়া দেখা দিয়েছে৷ শরীর ফুলে উঠেছে। যদিও তাঁর মেয়ে সেই দাবি খারিজ করে দিয়েছিলেন। জানান, চেকআপের জন্যই পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷  কিন্তু তাঁর সেই দাবি মিলল না৷