শনিবারই বিশ্বকাপ ফাইনাল হেরে গিয়েছিল রোহিতের ভারত! কীভাবে?

নয়াদিল্লি: রবিবার সাবরমতির তীরে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। গোটা টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করেও বিশ্বকাপ হাতছাড়া হয়েছে তাদের৷ তবে রবিবার নয়, ভারত ম্যাচটা হেরে গিয়েছিল শনিবারই৷ কারণ, ওই দিনই ভারতকে হারানোর সব পরিকল্পনা করে ফেলেছিল অস্ট্রেলিয়া। অপেক্ষা ছিল টস জেতার। আর অসিরা টস জিততেই অর্ধেক বাজি জিতে যান প্যাট কামিন্স। এর পর বাকি ছিল মাঠে নেমে নিজেদের পরিকল্পনা কাজে লাগানো৷ সেটা ঠিকঠাক ভাবে করে দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। সুকৌশল পরিকল্পনাতেই ষষ্ঠ বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া৷
এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কামিন্স। তার সিদ্ধান্ত নিয়ে সেই সময় অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল৷ অনেকে সমালোচনাও করেছিলেন৷ কিন্তু কামিন্স জানান, ম্যাচের আগের দিনই পিচ-এর চরিত্র পড়ে ফেলেছিলেন তিনি৷ পিচ দেখে বুঝে গিয়েছিলেন এখানে দিনের ব্যাট করতে বেগ পেতে হবে। রোদের মধ্যে পিচ ক্রমশ ভাঙবে ও স্লো হয়ে যাবে। তবে সন্ধ্যার পর হয়তো খেলা সহজ হবে। এটা বুঝতে পেরেই বল করার সিদ্ধান্ত নেন কামিন্স৷ তাহলে কি নিজের দেশের মাটিতে পিচের চরিত্র বুঝতে পারেননি রোহিত? নাকি নিজেদের উপর ভরসা ছিল তাঁর? কারণ, টস হারার পর ভারত অধিনায়ক বলেছিলেন, টসে জিতলে ব্যাটই নিতেন তিনি৷