Aajbikel

পাঁচতারা হোটেলের খাবার নয়, পার্কসার্কাসের বিরিয়ানি চুটিয়ে উপভোগ করলেন বাবররা

 | 
বিরিয়ানি-বাবর

 কলকাতা: বিশ্বকাপের আসরে সেভাবে ছাপ ফেলতে পারেনি পাকিস্তান৷ ব্যাটে-বলে বারবার ধরাশায়ী হয়ে হয়েছে বাবর আজমের দলকে৷ ব্যর্থতার ঝুলি পূর্ণ করে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পথে পড়শি  দেশ৷ তার আগে দলবল নিয়ে বাবর পা রেখেছেন শহর কলকাতায়৷ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ রয়েছে ইডেনে। হায়দরাবাদে থাকার সময় সেখানকার বিরিয়ানির স্বাদ চেটেপুটে নিয়েছিলেন বাবররা৷ শনিবার সন্ধ্যায় কলকাতা আসার পরেই ভাল বিরিয়ানির খোঁজ নিতে শুরু করেন তাঁরা। চাহিদা মতো মেলে খাবারের। পার্কসার্কাসের জিশান থেকে পাক ক্রিকেটারদের জন্য এসে পৌঁছয় বিরিয়ানির প্যাকেট। 

পাক ক্রিকেটারদের ফর্ম নিয়ে জোড় চর্চা শুরু হয়েছে ক্রকেট মহলে৷ বাবরের দলকে কটাক্ষ করতে ছাড়েননি সে দেশের প্রাক্তন ক্রিকেট তারকা ওয়াসিম আক্রম৷ তবে ফর্ম যাই থাকুক, কলকাতা তাঁদের আতিথেয়তার কোনও ত্রুটি রাখেনি। দমদম বিমানবন্দরে পা রাখার পরই পাক ক্রিকেটারদের দেওয়া হয়েছে কেক, মিষ্টি দই ও সন্দেশ। শহরে তাঁরা বাইপাসের ধারে পাঁচতারা হোটেলে উঠলেও, খাবার আসে অনলাইনে৷ যদিও তা ভালো করে পরীক্ষা করে তবেই দেওয়া হয় বাবরদের৷ 

Around The Web

Trending News

You May like