প্যারিস অলিম্পিক্সে মেডেল পর্বের যোগ্যতাই অর্জন করতে পারলেন না ভারতীয় শ্যুটাররা

প্যারিস:  অলিম্পিক্সে ভারতের সফরের শুরুটা মধুর হল না৷  প্যারিস অলিম্পিক গেমস থেকে ভারতের জন্য এখনও কোনও সুখবর এল না। দিনের প্রথম ইভেন্টে অংশ নেওয়া ভারতীয়…

প্যারিস:  অলিম্পিক্সে ভারতের সফরের শুরুটা মধুর হল না৷  প্যারিস অলিম্পিক গেমস থেকে ভারতের জন্য এখনও কোনও সুখবর এল না। দিনের প্রথম ইভেন্টে অংশ নেওয়া ভারতীয় শ্যুটিং দল ফাইনালে উঠতে না পারায় হতাশ ভারতীয় সমর্থকরা৷ শনিবার অলিম্পিক গেমসের ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম কোয়ালিফিকেশন পর্বে ভারতীয় শ্যুটাররা যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়৷ এই ইভেন্টে দুই ভারতীয় জুটি রমিতা এবং অর্জুন বাবুতা মোট ৬২৮.৭ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন৷ অন্যদিকে,  ইলাভেনিল ভালারিভান এবং সন্দীপ সিং মোট ৬২৬.৩ স্কোর নিয়ে দ্বাদশ স্থান হয়েছে৷