কুস্তিতে ইতিহাস ভারতের, ফাইনালে উঠে নিশ্চিত রুপো, আজ সোনাজয়ের লড়াইয়ে দঙ্গল গার্ল

প্যারিস:  ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ইতিহাস লিখলেন ভিনেশ ফোগাটের। সেমিফাইনালে উঠে আগেই পদক নিশ্চিত করেছিলেন। এ বার কুস্তির ফাইনালে চলে গেলেন ভিনেশ ফোগাট। কিউবার…

প্যারিস:  ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ইতিহাস লিখলেন ভিনেশ ফোগাটের। সেমিফাইনালে উঠে আগেই পদক নিশ্চিত করেছিলেন। এ বার কুস্তির ফাইনালে চলে গেলেন ভিনেশ ফোগাট। কিউবার গুজম্যানকে হারানোর পর সোনার লক্ষ্যে নামবেন ভিনেশ। এর আগে প্রায় সব ইভেন্টেই দেশের জন্য পদক এনেছেন তিনি। তবে এখনও অধরা অলিম্পিক্স পদক৷ সেই আক্ষেপটা এবার কাটিয়ে ফেললেন হরিয়ানার দঙ্গল কন্যা

টোকিও অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে এতটা পথ এসেছেন ভিনেশ। তিনি এমন এক প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে নামেন, যিনি টানা ৮২ ম্যাচ জিতে নেমেছিলেন। এর পর ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির সেমিফাইনালে কিউবার প্রতিপক্ষ গুজম্যানকে ৫-০ হারিয়ে ফাইনালে পৌঁছে যান হরিয়ানার হ্যারিকেন৷  সেমিফাইনাল যে ভিনেশ জিতবেন, তা নিয়ে সংশয় ছিল না ভারতীয় কুস্তিমহলে৷ শুরু থেকেই ভিনেশ ছিলেন বিধ্বংসী মেজাজে৷ সেমিফাইনাল বাউট জিতে নেন ৫-০ পয়েন্টে।