সেইন নদীতে ছুটছে ঘোড়া, হল ফ্যাশন প্যারেড, চোখ ধাঁধাল প্যারিস অলিম্পিকের উদ্বোধন

কলকাতা: অলিম্পিক গেমসের ইতিহাসে নজির৷ এতদিন গোটা বিশ্ব যা দেখেনি, এবার সেটাই দেখাল প্যারিস। পরম্পরা, ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এক অদ্ভূত জাগতিক দৃশ্য রচলা…

কলকাতা: অলিম্পিক গেমসের ইতিহাসে নজির৷ এতদিন গোটা বিশ্ব যা দেখেনি, এবার সেটাই দেখাল প্যারিস। পরম্পরা, ঐতিহ্যের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে এক অদ্ভূত জাগতিক দৃশ্য রচলা করল প্রেমের শহর৷  কৃত্রিম বুদ্ধিমত্তার সুচারু ব্যবহার দিয়ে কী ভাবে সারা বিশ্ব জয় করা যায়, সেটাই করে দেখাল আইফেল টাওয়ারের দেশ৷ এআই প্রযুক্তি ব্যবহার করে একটা ঘোড়াকে জলের ওপর দিয়ে দৌড় করিয়ে দেখিয়ে দিল প্যারিস। নতুন বিশ্বের এই ময়দানে অবশ্য মশাল প্রজ্বলন করা হল সাবেকি ভাবনাতেই। স্থলপথ নয়, বরং সেইন নদীতে আলোর ফোয়ারায় ভেসে গেল অলিম্পিকের দুনিয়া। আর এই মহাসমারোহের সাক্ষী থাকল ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু থেকে টেবিল টেনিস কিংবদন্তি শরথ কমল, তাদের পঞ্চম অলিম্পিক খেলতে নামছেন। আর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন। তাঁরা পরেছিলেন ভারতের সংস্কৃতি বজায় রেখে শাড়ি ও ধূতি।