সানিয়া মির্জার কাছ দামী উপহারটা চাইলেন পরিণীতি

বন্ধুদের থেকে কারণে অকারণে ট্রিট কে বা না চাই! কখনও উপহারের আবদার, কখনও বা ভালো খাওয়ানোর৷ আর পাঁচটা সাধারণ বন্ধুর মতোই কিন্তু বলিউডের সেলেবরাও বন্ধুদের থেকে উপহার চাওয়ার বেলা একই৷ দুই প্রাণের বন্ধু সানিয়া মির্জা এবং পরিণীতি চোপড়ার সাম্প্রতিক একটি কথোপকথনেই এই বিষয়টি ফের প্রমাণ হয়ে গিয়েছে৷ টেনিস তারকা সানিয়া মির্জা প্রজ্জ্বল হেগড়ের নতুন বইয়ের

সানিয়া মির্জার কাছ দামী উপহারটা চাইলেন পরিণীতি

বন্ধুদের থেকে কারণে অকারণে ট্রিট কে বা না চাই! কখনও উপহারের আবদার, কখনও বা ভালো খাওয়ানোর৷ আর পাঁচটা সাধারণ বন্ধুর মতোই কিন্তু বলিউডের সেলেবরাও বন্ধুদের থেকে উপহার চাওয়ার বেলা একই৷ দুই প্রাণের বন্ধু সানিয়া মির্জা এবং পরিণীতি চোপড়ার সাম্প্রতিক একটি কথোপকথনেই এই বিষয়টি ফের প্রমাণ হয়ে গিয়েছে৷

টেনিস তারকা সানিয়া মির্জা প্রজ্জ্বল হেগড়ের নতুন বইয়ের প্রচারে একটি পোস্ট শেয়ার করেন ইন্সটাগ্রামে৷ সেই বইয়ের ফ্রি কপি দিতে হবে বলে আবদার করে বসেন পরিণীতি! তাঁদের এই মিষ্টি বন্ধুত্বের স্ক্রিনশট এখন ভাইরাল৷ বইটি হাতে নিয়ে সানিয়া একটি ছবি পোস্ট করে বলেন, ‘হোয়াটস দ্য গুড অ্যবাউট ফলিং’ আমার ভালো বন্ধু @প্রজ্জ্বল_হেগড়ে লিখেছেন..এখনই আপনার বইটি কিনে নিন..”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =