Aajbikel

বিশ্বকাপ কভারে আসা পাক সঞ্চালিকা দেশ থেকে বিতাড়িত! নেপথ্যে এই কারণ

 | 
zainab

নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিশেষ কাজে এসেছিলেন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁকে দেশ থেকে কার্যত বের করে দেওয়া হল! তিনি পাকিস্তানি সঞ্চালক জাইনাব আব্বাস। আইসিসির সঞ্চালকদের তালিকায় ছিলেন তিনি। কিন্তু কেন তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নিল নয়াদিল্লি? তা জানতে গেলে একটু অতীতে ফিরে যেতে হবে। 

আসলে হিন্দু ধর্মের প্রতি অপমানজনক মন্তব্যের কারণে পাকিস্তানি সঞ্চালকের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কভার করতে এসে তিনি এমন কোনও মন্তব্য করেননি। করেছিলেন অনেক আগেই। তবে তাঁর করা সেই মন্তব্য নিয়ে এখন আবার সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। ভারত এবং হিন্দু বিরোধী মন্তব্য করা নিয়ে তাঁর বিরুদ্ধে দিল্লির সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল সম্প্রতি। সেই প্রেক্ষিতেই শাস্তি হিসেবে তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন। এর আগে আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য পাকিস্তানি মিডিয়া বা সমর্থকদের ভিসা দেওয়া হয়নি। 

জানা গিয়েছে, ৯ বছর আগে একটা ভারত ও হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন জাইনাব। টুইটারে তাঁর সেই মন্তব্য এখন ঘুরপাক খাচ্ছে। তাতেই অস্বস্তিতে পড়েছিলেন পাক সঞ্চালিকা। দিল্লির সাইবার সেলে লিখিত অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেই ভিত্তিতেই এখন দেশ ছাড়া করা হল তাঁকে।   

Around The Web

Trending News

You May like