লাহোর: টানটান ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৩ রানে পরাজিত করে জয় ছিনিয়ে নিল পাকিস্তান। দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল পাক ক্রিকেট দল। বৃহস্পতিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে তৈরি হল রেকর্ডও। পাকিস্তানের তরফে শতরান করে রেকর্ড বুকে নাম লেখালেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান।
এদিন ম্যাচের শুরুতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৯ রান তোলে তারা। পাক দলের তরফে দুর্দান্ত শতরান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিজওয়ান। সেই সঙ্গেই ব্রেন্ডন ম্যাককুলামের পরে দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই শতরান হাঁকিয়ে রেকর্ড সৃষ্টি করেন তিনি। তার দুরন্ত শতরানের ওপর নির্ভর করেই কার্যত ১৬৯ রান তুলতে পারে পাকিস্তান। রিজওয়ানের ৬৪ বলে ১০৪ রানের ইনিংস সাজানো ছিল ছটি ৪ ও সাতটি ৬ দিয়ে। দলের আর কেউ এদিনের ম্যাচে সেভাবে ছাপ ফেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ৩৩ রান দিয়ে ২টি উইকেটে সংগ্রহ করেন অ্যান্ডিলে ফেলুকায়ো।
১৭০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে প্রোটিয়া বাহিনী। শুরুটা ভালোই হয়েছিল। ওপেনিং জুটিতে ৫৩ রান তোলেন দলের দুই ওপেনার জানেমন মালান ও রেজা হেন্ড্রিক্স। মালান করেন ২৯ বলে ৪৪ রান এবং হেন্ড্রিক্সের নিজস্ব সংগ্রহ ৪২ বলে ৫৪ রান। এই জুটি ভাঙলে আর উঠে দাঁড়াতে পারে না প্রোটিয়া বাহিনী। তাদের ব্যাটিং অর্ডারে কার্যত ধস নেমে আসে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬টি উইকেট খুইয়ে ১৬৬ রানে সমাপ্ত হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। পাকিস্তানের পক্ষ থেকে দুটি করে উইকেট নেন উসমান কাদির এবং হ্যারিস রাউফ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মাত্র তিন রানে জয় ছিনিয়ে নেয় পাক দল।