ভারতকে আলাদা বল দিচ্ছে ICC! আজব দাবি প্রাক্তন পাক ক্রিকেটারের

ভারতকে আলাদা বল দিচ্ছে ICC! আজব দাবি প্রাক্তন পাক ক্রিকেটারের

pakistan ex-cricketer

নয়াদিল্লি: দাপটের সঙ্গে বিশ্বকাপে খেলছে ভারত। এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৭টিই জিতেছে তারা। প্রথম টিম হিসেবে সেমিফাইনালের টিকিটও পাকা করে ফেলেছেন রোহিত, বিরাটরা। কোনও ম্যাচে আগে বল করে জিতছে ভারত, আবার কোনও ম্যাচে পরে বল করে। ভারতের এই পারমরমেন্স নিয়ে দেশবাসী তো বটেই, বিশ্বজোড়া ক্রিকেটপ্রেমীরাও উচ্ছ্বসিত। কিন্তু ভারতের এই অনবদ্য ফর্ম হজম করতে পারছে না পাকিস্তান। সে দেশের প্রাক্তন ক্রিকেটার হাসান রাজা তো আজব দাবিই করে বসলেন। 

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে এই প্রাক্তন ক্রিকেটার দাবি করেছেন, আইসিসি নাকি ভারতকে আলাদা বল দিচ্ছে! তিনি প্রশ্ন তুলে বলেন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা কীভাবে এত ভালো বোলিং করছেন? যে পিচে শ্রীলঙ্কা ৩৫০ রান হজম করছে, সেখানে কীভাবে শামিরা এত সুইং এবং সিম করতে পারছেন? তাহলে কি আইসিসি তাদের আলাদা বল দিচ্ছে? স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে হাসির রোল ছুটেছে নেটা দুনিয়ায়। তবে নিজের মন্তব্যে অনড় থেকেছেন ওই প্রাক্তন পাক ক্রিকেটার। 

তিনি আরও মন্তব্য করেছেন, ভারত যেভাবে বল করছে, তাতে অবাক হতে হয়। মনে হচ্ছে, যে ইনিংসে ভারত বল করছে সেই ইনিংসে বল পালটে দেওয়া হচ্ছে। নাহলে এত ভাল পেস, সুইং হওয়া সম্ভব নয়। বলটা আইসিসি দিচ্ছে নাকি তৃতীয় আম্পায়ার দিচ্ছেন, নাকি বিসিসিআই দিচ্ছে, সেটা তদন্ত করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =