ফাইনালে ভারতের হার, আহ্লাদে আটখানা হচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি: অপরাজিত থেকে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেও সকলে ভেবে নিয়েছিলেন যে, ভারতই ফেভারিট। অপরাজিত ফর্ম বজায় রেখেই কাপ হাতে তুলবে নীল জার্সিধারীরা। কিন্তু তা হয়নি। বলা যায়, অপ্রত্যাশিতভাবেই খারাপ পারফর্ম করে ভারত ফাইনাল হেরেছে। হাতছাড়া হয়েছে বিশ্বকাপ। এই নিয়ে ১৪০ কোটির দেশ হা-হুতাশ করছে। কিন্তু ভারতের পড়শি দেশে এই রোহিত-বিরাটদের হার নিয়ে চলছে উচ্ছ্বাস। দেশটির নাম যে পাকিস্তান।
চলতি বিশ্বকাপ কিছুই করতে পারেনি পাক ক্রিকেটাররা। সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেনি। ভারতের কাছেও আবার হেরেছিল গ্রুপ পর্যায়ে। কিন্তু ভারত ফাইনাল হারতে তাদের যেন উল্লাসের বাঁধ ভেঙে গিয়েছে। রবিবার রাতেই অস্ট্রেলিয়ার ২০২৩ বিশ্বকাপ জয়ের জন্য প্যাট কামিন্সদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। তিনি ছাড়া বাকি পাকিস্তানও যেন আনন্দ দিশেহারা। সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের ভক্তরা ইতিমধ্যেই ভারতকে ট্রোল করতে শুরু করে দিয়েছে। কেউ বানাচ্ছেন মিম ভিডিও, কেউ কটাক্ষ করে পোস্ট করছেন।
১৯৮৩ সালে প্রথমবার বিশ্বজয় করে কপিল দেবের ভারত৷ সেই বছর বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ইংল্যান্ড৷ দ্বিতীয়বার ভারত বিশ্বজয়ী হয় ২০১১ সালে৷ সে বার বিশ্বকাপের আয়োজক ছিল ভারত-বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মহেন্দ্র সিং ধোনির দল৷ ২০১১ সালের পর ২০২৩ সালে দ্বিতীয় বার ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ ছিল ভারতের সামনে। তেমনটা হলে, বিশ্বের প্রথম দেশ হিসাবে দু’বার নিজেদের দেশে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করত মেন ইন ব্লু।