নয়াদিল্লি: এশিয়া কাপ আয়োজন বিতর্কের কোনও শেষ নেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান থেকে সরে যাবে এই টুর্নামেন্ট। বিকল্প স্থানের ঘোষণা না হলেও ভারতের ওপর এই ইস্যুতে প্রচণ্ড খাপ্পা পাকিস্তান। কারণ বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে নারাজ। অন্যদিকে পাকিস্তানও হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে, ভারতেও তারা যাবে না বিশ্বকাপের জন্য। এই ঢামাডলের আবহে ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কিংবদন্তি পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তাঁর তোপ, ভারত জাহান্নামে যাক।
আরও পড়ুন- ১৬৮ রানের ব্যবধানে কিউই বধ! টি-২০ সিরিজ জিতল ভারত
গত বছর বিসিসিআই সচিব জয় শাহ মন্তব্য করেছিলেন যে, পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত অংশ নেবে না। সেই মন্তব্যের জন্য যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তার রেশ এখনও আছে। বর্তমানে উত্তাপ আরও বেড়েছে কারণ জানা গিয়েছে, পাকিস্তান থেকে এশিয়া কাপের ভেন্যু সরতে পারে। এই প্রেক্ষিতেই জাভেদ মিয়াদাদের দাবি, আইসিসি ভারতকে সরিয়ে দিক। এতে তারা যে নিরপেক্ষ সেটা প্রমাণ হবে। ভারতের উদ্দেশ্যে তাঁর শ্লেষাত্মক আক্রমণ, তারা জাহান্নামে যাক। তিনি আরও বলেছেন, তাঁদের দেশে খেলার আয়োজন হচ্ছে, কে খেলতে আসবে কী আসবে না, সেটা তাদের বিষয়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”চক দে টিম ইন্ডিয়া… ! ম্যাচের সেরা বাংলার তিতাস! India women team wins U-19 World Cup” width=”560″>
তবে এখানেও থামেননি মিয়াদাদ। তাঁর খোঁচা, পাকিস্তানে এসে ভারত যদি হেরে যায় তাহলে দেশবাসীর কাছে তারা কী ভাবে মুখ দেখাবে সেটা ভেবেই আর দল পাঠাচ্ছে না বিসিসিআই। তবে তাঁর দাবি, ভারতীয় বোর্ডের এহেন আচরণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত আইসিসির।