OMG! খেলতে গিয়ে এ কী হল কোহলির

বিরাট কোহলির পিঠে ব্যথা তেমন গুরুতর কিছু নয় বলে অশ্বস্ত করেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতেও তাঁর কোনও অসুবিধা হবে না। বৃহস্পতিবার খেলার সময় তাঁকে মাঠেই অস্ট্রেলিয়ার ফিজিও প্যাট্রিক ফারহার্ট শুশ্রুষা করেন। বিরাটকে একটি ট্যাবলেট খেতেও দেখা যায়। চলফেরায় খানিকটা আড়ষ্টতা থাকলেও তিনি ব্যাট করেন স্বচ্ছন্দেই। বিরাটের পিঠে ব্যাতার সমস্যা ছিল। তবে খেলার পরে

OMG! খেলতে গিয়ে এ কী হল কোহলির

বিরাট কোহলির পিঠে ব্যথা তেমন গুরুতর কিছু নয় বলে অশ্বস্ত করেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলতেও তাঁর কোনও অসুবিধা হবে না। বৃহস্পতিবার খেলার সময় তাঁকে মাঠেই অস্ট্রেলিয়ার ফিজিও প্যাট্রিক ফারহার্ট শুশ্রুষা করেন। বিরাটকে একটি ট্যাবলেট খেতেও দেখা যায়। চলফেরায় খানিকটা আড়ষ্টতা থাকলেও তিনি ব্যাট করেন স্বচ্ছন্দেই। বিরাটের পিঠে ব্যাতার সমস্যা ছিল। তবে খেলার পরে চেতেশ্বর পূজারা জানিয়ে দেন, এই ব্যথা চিন্তার কিছু নয়। মিচেল স্টেয়ারের টানা শর্টপিচ বোলিংয়ের বারবার মাথা নিচু করতে হচ্ছিল তাঁকে। এর আগে ইংল্যান্ডে দ্বিতীয় টেস্টের সময় পিঠের ব্যথায় তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। একই কারণে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় একটি টি-২০ ম্যাচেও বসে থাকতে হয়েছিল তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =