ব্রোঞ্জ দখলের লড়াই থেকে ছিটকে গেল রানিরা, চতুর্থ স্থানে থামল ভারত

ব্রোঞ্জ দখলের লড়াই থেকে ছিটকে গেল রানিরা, চতুর্থ স্থানে থামল ভারত

টোকিও: অলিম্পিক্সে ছেলেদের হকি দল ব্রোঞ্জ জেতার পর রানি রামপালদের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ৷ ৪১ বছর পর ফের পদক পেয়েছেন ছেলেরা৷ মেয়েদের সামনেও ছিল অলিম্পিক্সে প্রথমবার পদক জিতে ইতিহাস গড়ার সুযোগ৷ তবে গ্রেট ব্রিটেনের সঙ্গে লড়াইয়ে নেমে ৩-৪ গোলে হেরে গেল রানিরা৷ ৪১ বছর পর ফের চতুর্থ স্থানেই থামতে হল ভারতীয় মহিলা হকি দলকে৷ 

আরও পড়ুন- অলিম্পিক্সে কুস্তিতে রুপো জিতলেন ভারতের রবি

ব্রোঞ্জ জিততে না পারলেও ক্রিড়া প্রেমীদের মনে জায়গা করে নিল রানিরা৷ গতবারের সোনা জয়ী গ্রেট ব্রিটেনের সঙ্গে লড়াইয়ে নেমে প্রথমেই ০-২ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত৷ এর পর ঝাঁপিয়ে পড়ে রানি বাহিনী৷ দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে দুই গোল খেলেও ৩ গোল দিয়ে লড়াইয়ে ফিরে আসে তাঁরা৷ তাঁদের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন সমর্থকরা৷ এদিন একাধিক পেনাল্টি পায় গ্রেট ব্রিটেন৷ কিন্তু গোল করতে দেয়নি সবিতারা৷ যদিও ফাইট করেও শেষ রক্ষা করতে পারল না রানি রামপালের দল৷ ব্রোঞ্জ দখলের লড়াইয়ে গ্রেট ব্রিটেনের কাছে ৩-৪ গোলে পরাজিত ভারত৷ 

পুল-এ’র ম্যাচেও গ্রেট ব্রিটেনের কাছে ১-৪ গোলে হারতে হয়েছিল রানিদের৷ ব্রোঞ্জ দখলের ম্যাচে জিততে পারলে মধুর প্রতিশোধ নিতে পারত ভারত৷ সুযোগ তৈরিও হয়েছিল৷ কিন্তু শেষ হাসি হাসতে পারল না রানিরা৷ ৪১ বছর পর নিজেদের রেকর্ড ছুঁয়েই থামল তাঁরা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =