এক নম্বর অলরাউন্ডার স্টোকস, জানা গেল ‘উদ্ভট’ সেলিব্রেশনের রহস্য

এই পারফর্ম্যান্সের জেরে শুধু ম্যান অব দ্য ম্যাচই নয়, আরও বড় পুরস্কার পেলেন ইংলিশ তারকা। আইসিসি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে টপকে শীর্ষস্থান দখল করলেন স্টোকস।

লন্ডন: স্বপ্নের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস। ফর্ম্যাট যাই হোক, মূলত তার পারফর্ম্যান্সের জোরেই ম্যাচ জিতছে ইংল্যান্ড। বিশ্বকাপ জেতানোর পর গত আগস্ট মাসে তৃতীয় অ্যাশেজ টেস্টে অবিশ্বাস্য ম্যাচ জেতানো ইনিংস। অতিমারির বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টের স্কোরকার্ডে চোখ বোলালেও দেখা যাবে নিয়মিত ভাবে স্টোকসের নাম। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ৭৮ (অপরাজিত) এবং সেই সঙ্গে দুই ইনিংসে তিন উইকেট, এরপর স্টোকসকে ছাড়া আর কাউকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া সম্ভব ছিল না।  

আরও পড়ুন: জার্সিতে মদের লোগো পর্যন্ত রাখতে দেন না এই পাঁচ ক্রিকেটার

এই পারফর্ম্যান্সের জেরে শুধু ম্যান অব দ্য ম্যাচই নয়, আরও বড় পুরস্কার পেলেন ইংলিশ তারকা। আইসিসি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারকে টপকে শীর্ষস্থান দখল করলেন স্টোকস। টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় উঠে এলেন তৃতীয় স্থানে। এহেন সেরা ফর্মে থাকা খেলোয়াড়টিকে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির পর এক অদ্ভুত সেলিব্রেশন করতে দেখা গেল। প্রথামতো ব্যাট তুলে ধরার পর বাঁ হাতের আঙুলগুলি এমন কায়দায় দেখালেন যেন মনে হচ্ছে তাঁর মধ্যমা নেই। বাঁ হাত তুলে দেখানোর সময় মধ্যমাটি মুড়ে নিয়েছিলেন তিনি। কেন এই অদ্ভুত সেলিব্রেশন?

আরও পড়ুন: এই বোলারের ভয়ে রাতে ঘুম হত না রোহিত ‘হিটম্যান’ শর্মার

এর পেছনে আছে শুধুই শ্রদ্ধা। এই শ্রদ্ধা আর কেউ নয়, স্টোকসের বাবার প্রতিই। বেনের বাবা জেড স্টোকস ছিলেন পেশাদার রাগবি খেলোয়াড়। কে না জানে রাগবি খেলায় চোট আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল। ফুটবলের থেকেও ‘বডি-কন্ট্যাক্ট’ খেলা রাগবি। জেড স্টোকস একবার তার বাঁ হাতের মধ্যমায় চোট পান। পরিস্থিতি এমন হয় যে কেরিয়ারই অনিশ্চিত হয়ে পড়ে তাঁর। কিন্তু হাল ছাড়েননি তিনি। অস্ত্রোপচার করে মধ্যমা বাদ দিয়ে ফের রাগবিতে ফিরে আসেন। বেনের কথায়, বাবাকে দেখেই ইংল্যান্ডের জার্সি গায়ে ক্রিকেট খেলার অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। সেঞ্চুরি করে তাই বাবার প্রতি শ্রদ্ধা জানাতে এমন সেলিব্রেশন।       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + eleven =