মোদী স্টেডিয়ামে ১ লাখ দর্শককে চুপ করানোর তৃপ্তিই আলাদা: কামিন্স

কলকাতা: রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল৷ হাই ভোল্টেজ এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপে এই দুই দলের শুরুটাও হয়েছিল একে অপরের বিরুদ্ধে। ওই ম্যাচে অবশ্য অস্ট্রেলিয়াকে গো হারা হারতে হয়৷ ফাইনালে সেই হারের জ্বালা সুদে-আসলে উসুল করতে চাইছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর ইচ্ছা, ম্যাচের প্রতিটা মুহূর্ত এমনভাবে নিজেদের দখলে রাখতে, যাতে গোটা স্টেডিয়ামের দর্শক চুপ হয়ে যায়৷
আমদাবাদের স্টেডিয়ামে ১.৩ লাখ দর্শকদের মধ্যে একেবারে হাতেগোনা কয়েকজন অস্ট্রেলিয়ার সমর্থক৷ লাখখানেক মানুষ গলা ফাটাবে ভারতের হয়ে৷ এটা নিয়ে বিশেষ ভাবিত নন কামিন্স। বরং দর্শকদেরই চুপ করিয়ে দিতে চান তিনি৷
রবিবার বিশ্বকাপ ফাইনালের আগে আমদাবাদে সাংবাদিক বৈঠকে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, “আমরা টিম ইন্ডিয়া ছাড়াও আরও একটা বিষয় নিয়ে ভাবছি। সেটা হল, মাঠের দর্শক। আমদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শকের মধ্যে হাতেগোনা কিছু অজি সমর্থক থাকবেন, বাকিরা সকলেই ভারতের৷ তাঁদের এক্কেবারে চুপ করিয়ে দিতে চাই। সেটাই হবে বড় তৃপ্তির!”