Tokyo Paralympics 2020: দ্বিতীয় পদক ভারতের, এবার হাই জাম্পে

Tokyo Paralympics 2020: দ্বিতীয় পদক ভারতের, এবার হাই জাম্পে

টোকিও: টোকিও প্যারালিম্পিক্সে ইতিমধ্যেই ইতিহাস গড়েছেন প্যাডলার ভাবনাবেন প্যাটেল। টেবিল টেনিসে রুপো জিতেছেন তিনি। এবার প্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক পেল ভারত। এবার হাই জাম্পে। রুপো জিতলেন নিষাদ কুমার। প্রথম চেষ্টাতেই ২.০২ মিটার লাফিয়েছিলেন নিষাদ। তখনই কার্যত তাঁর পদক নিশ্চিত হয়ে গিয়েছিল। এরপর দু’বারের চেষ্টায় ২.০৬ মিটার লাফ দেন তিনি। রুপো একদম পাকা হয়ে যায় তাঁর। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শুধু রুপো নয়, এশিয়ান রেকর্ডও গড়েছেন নিষাদ। ২.০৬ মিটার হাই জাম্প দিয়ে এই রেকর্ড গড়েন তিনি।

এই খবরে ভীষণ আনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে লেখেন, টোকিয়ো থেকে আবার আনন্দের খবর এল। নিষাদ কুমার টি ৪৭ হাইজাম্পে রুপো জিতেছে এই খবরে তিনি প্রচণ্ড উচ্ছ্বসিত এবং আনন্দিত। নিষাদ একজন দক্ষ, দৃঢ় প্রতিজ্ঞ ক্রীড়াবিদ, বলেন প্রধানমন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =