নেইমার আসছেন ভারতে, তখন চলবে ক্রিকেট বিশ্বকাপ

নেইমার আসছেন ভারতে, তখন চলবে ক্রিকেট বিশ্বকাপ

neymar

কলকাতা: বৃহস্পতিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ড্র সম্পন্ন হয়েছে। ভারতের ক্লাব মুম্বই সিটি এফসির গ্রুপে রয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল, যেখানে সম্প্রতি সই করেছেন ব্রাজিলিয়ান জাদুকর নেইমার। অর্থাৎ সব ঠিক থাকলে চলতি বছরই ভারতে আসছেন তিনি। ভারতীয়রা সাক্ষী থাকবে তাঁর খেলা লাইভ দেখার। কিন্তু কবে আসতে পারেন তিনি? 

সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর সন্ধে ৭.৩০টায় পুণের বালেওয়াড়ি স্টেডিয়ামে নেইমারদের মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি। অর্থাৎ ক্রিকেট বিশ্বকাপের মাঝেই ভারতে আগমন হবে তারকার। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে মুম্বই প্রথম ম্যাচ খেলবে ১৮ সেপ্টেম্বর। সে দিন ঘরের মাঠে তাদের মুখোমুখি ইরানের নাসাজি। ৩ অক্টোবর উজবেকিস্তানের নমঙ্গনে সে দেশের ক্লাব নাভবাহরের বিরুদ্ধে খেলবে তারা। ২৩ অক্টোবর নেমারের আল হিলালের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। সেই ম্যাচটি হবে রিয়াধে। তারপর ৬ নভেম্বর পুণেয় খেলবে আল হিলাল। শেষে নাসাজির বিরুদ্ধে তেহরানের আজাদি স্টেডিয়ামে ২৮ নভেম্বর ম্যাচ খেলবে মুম্বই। 

এমনিতে অনেক সময়ই চোট সমস্যায় ভোগেন নেইমার। এখনও তাঁর চোট আছে তাই এখনও আল হিলালের হয়ে অভিষেক হয়নি। কিন্তু ভারতবাসীর আশা, দেশে যখন আল হিলাল আসবে তখন তিনি দলে থাকবেন এবং খেলতেও নামবেন। প্রসঙ্গত, অনেকেই চাইছিল মুম্বই সিটি এফসির সঙ্গে একই গ্রুপে পড়ুক সৌদির ক্লাব আল নাসের। কারণে সেখানে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু তেমনটা হয়নি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =