নয়াদিল্লি: টি-২০ অধিনায়ক হিসেবে সরছেন বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের পর তিনি দায়িত্ব ছাড়বেন তা আগাম জানিয়ে রেখেছেন। কিন্তু এর মাঝেই ভারতীয় ক্রিকেটে আর একটি খবর আলোড়ন সৃষ্টি করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় দলে আবার ‘হেড কোচ’ ফিরে আসতে পারেন অনিল কুম্বলে। তিনি এখন আই পি এল – এ ‘পঞ্জাব কিংস’ দলের হেড কোচ।
প্রচলিত তথ্য এই যে, এক সময় বিরাট কোহলির আপত্তিতেই ভারতীয় দলের হেড কোচের পদ থেকে যায় তার চাকরি। ২০১৬ সালের জুন মাস। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছয়। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের কাছে অপ্রত্যাশিত হেরে যায় ভারত। পাকিস্তানের ব্যাটসম্যান ফকর জামান শতরান করেন। কিন্তু, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যশপ্রীত বুমরার বলে শুরুতেই ধোনির হাতে ক্যাচ দিয়েছিলেন ফকর। বুমরার ওটি নো-বল ছিল। শোনা যায়, ভারত ম্যাচ হারার পর ড্রেসিং রুমে বুমরাকে কড়া কথা শোনান কুম্বলে। তা ভালোভাবে নেননি অধিনায়ক বিরাট। বিবাদ বেড়েই চলে। কুম্বলে পদত্যাগ করেন। সেই সময় বোর্ডের কোচ নিয়োগের টেকনিক্যাল কমিটিতে ছিলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ। তারাই কুম্বলেকে এনেছিলেন। কুম্বলের অপসারণ তারা ভালোভাবে নেননি। তাই আবারও তারা তাকে ফিরিয়ে আনতে চান।
মনে রাখা উচিত, কুম্বলে পদত্যাগ করার পরে বিনোদ রাইয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক মন্ডলীর ওপর চাপ প্রয়োগ করে রবি শাস্ত্রীকে কোচ করে একপ্রকার আনতে বাধ্য করেছিলেন কোহলি। তবে সেই দিন চলে গিয়েছে। বিসিসিআই আবার স্বমহিমায়। সভাপতি সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ। তারা এবার কুম্বলেকে জাতীয় দলের সঙ্গে জুড়ে দিতে চাইছেন। বোর্ড নিজে ভারতীয় দলের জন্য রোডম্যাপ তৈরি করে ফেলেছে। শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনেকে হেড কোচ হিসেবে প্রথম চাওয়া হয়েছিল। কিন্তু, জয়বর্ধনে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্বের পাশাপাশি শ্রীলঙ্কার কোচের দায়িত্বের ব্যাপারে বিসিসিআই-কে জানিয়েছেন। তাই পরবর্তী প্রার্থী অনিল কুম্বলে।