রুদ্ধশ্বাস ম্যাচেও স্বপ্নভঙ্গ ভারতের, বিশ্বের সেরা টেস্ট দলের শিরোপা নিউজিল্যান্ডের

রুদ্ধশ্বাস ম্যাচেও স্বপ্নভঙ্গ ভারতের, বিশ্বের সেরা টেস্ট দলের শিরোপা নিউজিল্যান্ডের

সাউদাম্পটন: আরও এক আইসিসি কাপের ফাইনালে গিয়েও খালি হাতে ফিরতে হল বিরাট কোহলির ভারতকে। ৮ উইকেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতে বিশ্বের এক নম্বর টেস্ট দল হল নিউজিল্যান্ড। সাউদাম্পটনে ভারতের দেওয়া ১৩৯ রানের লক্ষ্যমাত্রা হাতে ৮ উইকেট নিয়েই পেরিয়ে গেল কিউয়িরা। প্রথম ইনিংসে ৪৯ রানে থেমে গেলেও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান পূর্ণ করলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। শেষ তিন রান বাকি থাকাকালীন ৪ মেরে নিউজিল্যান্ডকে বিশ্বে টেস্ট ক্রিকেট খেলিয়ে দলগুলির শীর্ষে পৌঁছে দিলেন রস টেলর।

সাউদাম্পটনে হ্যাম্পশায়ার বোলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ষষ্ঠ দিনে খেলতে নামার আগে ৩২ রানে এগিয়ে ছিল ভারত। ক্রিজে ছিলেন অধিনায়ক কোহলি ও চেতেশ্বর পূজারা। কিন্তু শেষদিনের খেলা শুরু হতেই তারা একে একে সাজঘরে ফিরে যান। দুজনকেই আউট করেন দীর্ঘকায় কাইল জেমিসন। এরপর অজিঙ্কে রাহানে শুরুটা ভালো করেও মাত্র ১৫ রানেই ফিরে যান। ৮৮ বলে ৪১ রান করেন ঋষভ পন্থ। রবীন্দ্র জাদেজাও ভালো শুরু করে ওয়েগনারের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। টিকতে পারেননি রবিচন্দ্রন অশ্বিনও। অসময়ে এসে তিনটি চার মেরে দলের স্বল্প সংখ্যক রানে নিজের যোগদান রাখেন মহম্মদ শামিও। ১৭০ রানে অলআউট হয়ে যায় ভারত। নিউজিল্যান্ডকে জেতার জন্য ১৩৯ রানের লক্ষ্য দেন বিরাট কোহলিরা।

জবাবে ব্যাট করতে নেমে ধীর স্থিরভাবে পরিকল্পনা মাফিক খেলা শুরু করেন দুই কিউয়ি ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। তবে দুজনকেই চটজলদি আউট করে ড্রেসিংরুমে পাঠান রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু এরপর কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন ও রস টেলরকে আর আউট করতে পারেনি ভারতীয় বোলাররা। ঠান্ডা মাথায় ধীরে ধীরে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দলকে জয়ের কাছে নিয়ে যান। মাঝে অবশ্য রস টেলরের একটি ক্যাচ প্রথম স্লিপে দাঁড়িয়ে ফস্কান পূজারা। শেষের দিকে উইলিয়ামসনের ক্যাচ ফেলেন বুমরাহ।

অবশেষে ৪৩ বল বাকি থাকতে হাতে ৮ উইকেট নিয়ে ৪ মেরে ম্যাচ জেতান রস টেলর। ১০০টি বল খেলে ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে, ৮৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ভারতের হয়ে উইকেট দুটি একা অশ্বিনই নেন। প্রথম ইনিংসে ৫ উইকেট ও প্রয়োজনীয় ২১ রান এবং দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেওয়ার সুবাদে নিউজিল্যান্ডের এই জয়ের নায়ক হন কাইল জেমিসন। টেস্ট ক্রিকেটে এইভাবেই বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতে নিল নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৯ সালে বিশ্বকাপের ফাইনালে গিয়েও হারের পর অবশেষে আইসিসি ট্রফি জিতে নিল নিউজিল্যান্ড। বিশ্বের সর্বশ্রেষ্ঠ টেস্ট দল হল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one − one =