ভারতীয় ক্রিকেট দল সতর্কবার্তা পাঠাল নিউজিল্যান্ড পুলিশ, কেন জানেন?

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দল থেকে সাবধান৷ সতর্কবার্তা নিউজিল্যান্ড পুলিশের৷ না, ঘাবড়ানোর কোনও কারণ নেই৷ আসলে টিম ইন্ডিয়াকে এভাবেই শুভেচ্ছা জানাল সেখানকার ইস্টার্ন ডিস্ট্রিক্ট পুলিশ৷ পরপর দুটি ওয়ান ডেতেই ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে নিউজিল্যান্ড৷ নিজেদের হার সত্ত্বেও অফিশিয়াল ফেসবুকে পেজে পুলিশের পক্ষ থেকে এভাবেই সম্মান জানানো হয়েছে। সেখানে বিরাট বাহিনীর ছবি দিয়ে লেখা রয়েছে, ভারতীয় ক্রিকেট

ভারতীয় ক্রিকেট দল সতর্কবার্তা পাঠাল নিউজিল্যান্ড পুলিশ, কেন জানেন?

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দল থেকে সাবধান৷ সতর্কবার্তা নিউজিল্যান্ড পুলিশের৷ না, ঘাবড়ানোর কোনও কারণ নেই৷ আসলে টিম ইন্ডিয়াকে এভাবেই শুভেচ্ছা জানাল সেখানকার ইস্টার্ন ডিস্ট্রিক্ট পুলিশ৷ পরপর দুটি ওয়ান ডেতেই ভারতের কাছে নাস্তানাবুদ হয়েছে নিউজিল্যান্ড৷

নিজেদের হার সত্ত্বেও অফিশিয়াল ফেসবুকে পেজে পুলিশের পক্ষ থেকে এভাবেই সম্মান জানানো হয়েছে। সেখানে বিরাট বাহিনীর ছবি দিয়ে লেখা রয়েছে, ভারতীয় ক্রিকেট টিম থেকে সাবধান। সাধারণ মানুষের জ্ঞাতার্থে এই প্রচার। এই মুহূর্তে একটি গ্রুপ নিউজিল্যান্ডে ঘুরছে ৷ যাঁরা খুব খারাপ ভাবে অবলা নিউজিল্যান্ডদের হেনস্তা করেছে৷ গত সপ্তাহে নেপিয়ার ও মাউন্ট মাউনগানুইতে নাস্তানাবুদ হয়েছে নিউজিল্যান্ড। যদি তাঁদের হাতে ব্যাট জাতীয় কিছু বা বলও থাকে বাড়তি সতর্কতা নিয়ে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =