করোনা-কালে IPL! খেলোয়াড়দের জন্য কড়া বিধিনিষেধ, আগাম প্রস্তুতি শুরু

ভারতের শিবিরগুলিতে চারটি পর্বে কোভিড টেস্ট অব্যাহত থাকবে যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং পুরো সিজেন জুড়ে পাঁচ দিন অন্তর এই টেস্ট হবে। সম্ভবত প্রত্যেক খেলোয়ড় ও সহায়তা কর্মীদের দুটি পর্বে কোয়ারন্টাইনে থাকতে হবে।

মুম্বই: করোনা পরিস্থিতিতে যেখানে অলিম্পিক, উইম্বলডনের মত আন্তর্জাতিক ইভেন্ট এবছরের মত বাতিল বলে ঘোষণা করা হয়েছে, সেখানে আইপিএল এর আয়োজনকে ঘিরেও সংশয় তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত আগামী সেপ্টেম্বরেই এই টুর্নামেন্টের দিনক্ষণ নির্ধারিত। যদিও করোনা আবহে এই আয়োজন ঘিরে ইতিমধ্যেই সমালোচনাও শুরু হয়েছে। এদিকে এসপ্তাহেই  চীনা সংস্থা হিসেবে ভিভোর সঙ্গে আইপিএল-এর টাইটেল স্পনসর হিসেবে বড় অঙ্কের চুক্তি বাতিল হয়েছে বিসিসিআইয়ের। স্পনসর হিসেবে বাদ পড়বে আরও কয়েকটি চীনা সংস্থা। দেশীয় সংস্থার মাধ্যমে এই শূন্যস্থান পূরণের চেষ্টাও ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে এত প্রতিকূলতা সত্ত্বেও লিগ টুর্ণামেন্টে এসবের যে কোনও আঁচই পড়ছে না তা বেশ ভালোই বোঝা যাচ্ছে করোনা সতর্কতা বিধির আগাম প্রস্তুতি দেখে।

বিশ্বব্যাপী মহামারীর আবহে ৮টি দল নিয়ে ৫৩ দিন ব্যাপী আইপিএল টুর্নামেন্ট। তাই পরিস্থিতির সাপেক্ষে আইপিএল চলাকালীন কোভিড -১৯ থেকে সুরক্ষিত থাকতে আইপিএল দল ও কর্মকর্তাদের কী কী সুরক্ষা ব্যবস্থা নিতে হবে তা নিয়ে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি।

শুরুতেই, ভারতের শিবিরগুলিতে চারটি পর্বে  কোভিড টেস্ট অব্যাহত থাকবে যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং পুরো সিজন জুড়ে পাঁচ দিন অন্তর এই টেস্ট হবে। সম্ভবত প্রত্যেক খেলোয়ড় ও সহায়তা কর্মীদের দুটি পর্বে কোয়ারন্টাইনে থাকতে হবে। যা যাতায়াত, পরিবহন হোটেল-প্রশিক্ষণ-ম্যাচ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে।  এই চারটি ক্ষেত্র আইপিএলের ‘বায়ো-সিকিউর এনভায়রনমেন্ট’ নিয়ে গঠিত, যেখানে শুধুমাত্র একাধিক পর্বে টেস্টিংয়ের পরেই প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং আইপিএলের মেডিকেল অফিসারের অনুমতি নিয়েই বাইরে যেতে হয়।

২০ই আগস্টের পর আইপিএল এর গন্তব্য সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে  ফ্র্যাঞ্চাইজিগুলি ইতিমধ্যে তাদের নিজেদের শহরগুলিতে শিবিরের জন্য খেলোয়াড়দের ডাকতে শুরু করেছে, যেখানে তারা নিজেরাই টেস্টিং এবং কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করেছে।তবে বিসিসিআইয়ের এসওপি অনুসারে, দলগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে প্রশিক্ষণ শুরুর আগে মোট ছটি টেস্টিংয়ের প্রয়োজন।

সেখানে রওনা হওয়ার আগে খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের অবশ্যই দু'টি কোভিড পিসিআর টেস্ট করতে হবে, সেই সময় তাদের ২৪ ঘন্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদের মধ্যে কারো টেস্ট রিপোর্ট পজিটিভ এলে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪ দিনে পর তাদের আরও দুটি টেস্ট হবে ২৪ ঘন্টার ব্যবধানে। যদি এই দুটি টেস্ট রিপোর্ট নেগেটিভ হয় তবেই তাদের আইপিএল দলে রাখা হবে।

দলগুলি আরব আমিরশাহিতে অবতরণের পরেই আইপিএল চলাকালীন তাদের জন্য নির্ধারিত হোটেলে পৌঁছে দেওয়া হবে। বিমানবন্দরে করোনা সতর্কতা বিধি মেনে প্রত্যেকের প্রয়োজনীয় টেস্ট করা হবে। এরপর,  দলগুলি হোটেলে পৌঁছানোর সময় থেকে প্রশিক্ষণ শুরুর সময় পর্যন্ত, সমস্ত খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে যেখানে তাদের প্রত্যেকের তিনটি করে কোভিড টেস্ট হবে। এই সময়ের মধ্যে, তাদের সতীর্থদের সঙ্গে দেখা করারও অনুমতি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =