বুদাপেস্ট: চেক রিপাবলিকের কাছে হেরে নেদারল্যান্ডের ইউরো যাত্রায় যবনিকা পড়ল। হাঙ্গেরির বুদাপেস্টে ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে ডাচরা চেকের কাছে ২-০ গোলে পর্যদুস্ত হয়ে ইউরো কাপ ২০২০ থেকে বিদায় নিল। শেষের ৩৫ মিনিট ১০ জনে খেলতে হল নেদারল্যান্ডকে।
এদিন পুসকাস স্টেডিয়ামে ফেভারিট হিসেবে খেলতে নেমেছিল নেদারল্যান্ড। কিন্তু আশ্চর্যজনকভাবে শুরু থেকেই ডাচদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চেক রিপাবলিকের খেলোয়াড়রা। তাই খেলার প্রথমার্ধে বহু চেষ্টা করে প্রচুর আক্রমণ করেও কোনো দলই গোলের পথ খুলতে পারেনি। গোলশূন্য অমীমাংসিতভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলায় গোলের পথ খুলে যায় চেক রিপাবলিকের জন্য। তার আগে ৫৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডাচ সেন্টার ব্যাক ডি লিটকে। বাকি ম্যাচ ১০ জনেই খেলতে হয় নেদারল্যান্ডকে। এরপর ৬৮ মিনিটে চেক মিডফিল্ডার থমাস হোলস গোল করে দলকে প্রথমবার এগিয়ে দেন।
গোল হজম করে আরও তেড়ে আক্রমণে ওঠে নেদারল্যান্ড। এই আক্রমণের প্রতি-আক্রমণ থেকেই ফায়দা তুলে নেয় চেক রিপাবলিক। ৮০ মিনিটে প্যাট্রিক শ্চিক চেক রিপাবলিকের জন্য জয়সূচক গোলটি করে দেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি ফ্র্যাঙ্কি ডি জং-রা। চেক রিপাবলিকের কাছে পরাস্ত হয়ে ইউরো কাপ ২০২০ থেকে ছিটকে গেল নেদারল্যান্ড।