অলিম্পিক্সে ইতিহাস গড়ে জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ

অলিম্পিক্সে ইতিহাস গড়ে জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ

টোকিও: স্বাধীন ভারতে অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম৷ অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত৷ দুর্দান্ত দুই থ্রোয়ে খরা কাটিয়ে সোনার লক্ষ্য ভেদ নীরজ চোপড়ার। প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্টে পদক। তা-ও একেবারে সোনা৷ শনিবার ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জেতেন নীরজ৷ এর আগে অ্যাথলেটিক্সে সোনা তো দূর, কোনও পদকই জেতেনি ভারত। সেই খরা কাটিয়ে দিলেন নীরজ। 

আরও পড়ুন- ফের কুস্তিতে পদক, টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া

এতদিন ভারতের ঝুলিতে ছিল ৯টি স্বর্ণ পদক৷ এর মধ্যেই হকিতেই ছিল ৮টি৷ ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে শ্যুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা৷ এর পর ব্যক্তিগত বিভাগে কেউ সোনা জিততে পারেননি৷ সেই অপেক্ষার অবসান ঘটালেন নীরজ চোপড়া৷ 

শনিবার শুরু থেকেই তাঁর তেজ দেখাচ্ছিলেন নীরজ৷ দারুন থ্রো ছিল তাঁর৷ প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ৷ প্রথম প্রচেষ্টাতেই নীরজ ছিলেন পয়লা নম্বর৷ দ্বিতীয় স্থানে ছিলেন জার্মানির জুলিয়ান৷ দ্বিতীয় রাউন্ডে নীরজ ছুঁড়লেন ৮৭.৫৮ মিটার৷ এই রাউন্ডেও প্রথম স্থান দখলে রাখেন তিনি৷ তৃতীয় রাউন্ডে ৭৬.৭৯ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন ভারতীয় প্রতিযোগী৷ প্রথম দুই রাউন্ডের থেকে এটা অনেক কম হলেও, দ্বিতীয় রাউন্ডে  ৮৭.৫৮ মিটারই সেরা হয়ে রইল৷ 

আরও পড়ুন- কান্নায় ভেঙে পড়েছিল রানি-বন্দনারা, ফোন করে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

এদিন জার্মানির জোহানেস ভেটারকে নিয়ে চিন্তা থাকলেও, বিশেষ চমক দিতে পারেননি তিনি৷ মূলত লড়াইটা হয় চেক প্রজাতন্ত্রের দুই থ্রোয়ারের সঙ্গে৷ এর আগে অ্যাথলেটিক্সে আশা জাগিয়েও পদক জিততে পারেননি মিলখা সিং, পিটি উষা, অঞ্জু ববি জর্জের মতো ক্রিড়াবিদরা৷ এতদিন যাবতীয় অভাব মুছে দিলেন নীরজ৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *