টোকিও: স্বাধীন ভারতে অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম৷ অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতল ভারত৷ দুর্দান্ত দুই থ্রোয়ে খরা কাটিয়ে সোনার লক্ষ্য ভেদ নীরজ চোপড়ার। প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্টে পদক। তা-ও একেবারে সোনা৷ শনিবার ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জেতেন নীরজ৷ এর আগে অ্যাথলেটিক্সে সোনা তো দূর, কোনও পদকই জেতেনি ভারত। সেই খরা কাটিয়ে দিলেন নীরজ।
আরও পড়ুন- ফের কুস্তিতে পদক, টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া
এতদিন ভারতের ঝুলিতে ছিল ৯টি স্বর্ণ পদক৷ এর মধ্যেই হকিতেই ছিল ৮টি৷ ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে শ্যুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা৷ এর পর ব্যক্তিগত বিভাগে কেউ সোনা জিততে পারেননি৷ সেই অপেক্ষার অবসান ঘটালেন নীরজ চোপড়া৷
GOLD This is the tweet. This is the emotion. Thank you Neeraj Chopra for giving us this joy. You have inspired us, you have given us hopes. You are our hero pic.twitter.com/1F7yfe7z40
— Gagan Narang (@gaGunNarang) August 7, 2021
শনিবার শুরু থেকেই তাঁর তেজ দেখাচ্ছিলেন নীরজ৷ দারুন থ্রো ছিল তাঁর৷ প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়েছিলেন নীরজ৷ প্রথম প্রচেষ্টাতেই নীরজ ছিলেন পয়লা নম্বর৷ দ্বিতীয় স্থানে ছিলেন জার্মানির জুলিয়ান৷ দ্বিতীয় রাউন্ডে নীরজ ছুঁড়লেন ৮৭.৫৮ মিটার৷ এই রাউন্ডেও প্রথম স্থান দখলে রাখেন তিনি৷ তৃতীয় রাউন্ডে ৭৬.৭৯ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন ভারতীয় প্রতিযোগী৷ প্রথম দুই রাউন্ডের থেকে এটা অনেক কম হলেও, দ্বিতীয় রাউন্ডে ৮৭.৫৮ মিটারই সেরা হয়ে রইল৷
আরও পড়ুন- কান্নায় ভেঙে পড়েছিল রানি-বন্দনারা, ফোন করে সান্ত্বনা প্রধানমন্ত্রীর
এদিন জার্মানির জোহানেস ভেটারকে নিয়ে চিন্তা থাকলেও, বিশেষ চমক দিতে পারেননি তিনি৷ মূলত লড়াইটা হয় চেক প্রজাতন্ত্রের দুই থ্রোয়ারের সঙ্গে৷ এর আগে অ্যাথলেটিক্সে আশা জাগিয়েও পদক জিততে পারেননি মিলখা সিং, পিটি উষা, অঞ্জু ববি জর্জের মতো ক্রিড়াবিদরা৷ এতদিন যাবতীয় অভাব মুছে দিলেন নীরজ৷