পাকিস্তানের নাদিমের কাছে হারলেন নীরজ, সোনা এল না, বর্শা বিঁধল রুপোতে

প্যারিস: অল্পের জন্য হাতছাড়া সোনা৷ প্যারিস অলিম্পিক্স থেকে সোনা আনতে পারলেন না ভারতীয় জ্যাভলার নীরজ চোপড়া৷ ২০২১-এ টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ইতিহাস…

প্যারিস: অল্পের জন্য হাতছাড়া সোনা৷ প্যারিস অলিম্পিক্স থেকে সোনা আনতে পারলেন না ভারতীয় জ্যাভলার নীরজ চোপড়া৷ ২০২১-এ টোকিয়ো অলিম্পিক্সে সোনা জিতে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ইতিহাস লিখেছিলেন পানিপথের ছেলে৷ তিন বছর পর ২০২৪-এর প্যারিস অলম্পিক্সে তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে৷ অভিনব বিন্দ্রার পর ভারতের ব্যক্তিগত সোনা জয়ীর তালিকায় নাম লেখানো নীরজ প্যারিসে চমকে উঠতে পারলেন না৷ তবে তিনি পদক জিতেছেন৷ দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জেতেন তিনি৷

প্যারিসে ফাইনালের শুরুতেই ধাক্কা খান নীরজ। প্রথম থ্রো করতে গিয়ে পড়ে যান৷ দাগে পা লেগে যায়৷ ফলে সেই থ্রো বাতিল করা হয়। বাকি দু’টি থ্রোয়ের মধ্যে ভাল করতেই হত তাঁকে। এরই মধ্যে পাকিস্তানের জ্যাভলার আরশাদ নাদিম নিজের দ্বিতীয় থ্রোয়ে রেকর্ড গড়ে ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছোড়েন। দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার ছোড়েন নীরজ। যা চলতি মরসুমে তাঁর সেরা থ্রো৷ কিন্তু, নীরজের তৃতীয় থ্রো-ও বাতিল হয়। দ্বিতীয় রাউন্ডেও সমস্যা হয়। চতুর্থ থ্রো-ও বাতিল হয়ে যায়৷ পরের থ্রোয়েও একই পরিস্থিতি হওয়ায় এক সময় মেজাজ হারিয়ে ফেলেন নীরজ। আরশাদের শেষ থ্রো ছিল  ৯০ মিটারের বেশি। ফলে দ্বিতীয় স্থানে শেষ করতে হয় নীরজকে।