Aajbikel

এক ঢিলে দুই পাখি! ৮৮.৭৭ মিটার থ্রো, দুক্ষেত্রে যোগ্যতা অর্জন নীরজের

 | 
নীরজ

বুডাপেস্ট: ভারতের 'সোনার ছেলে' তিনি। নীরজ চোপড়া কে, তা আজ আলাদা করে বলে দিতে হয় না। তবে অলিম্পিকে সোনা পাওয়ার পরই তিনি থেমে যাননি। একে একে আরও রেকর্ড করছেন তিনি। সম্প্রতি হাঙ্গেরির বুডাপেস্টে আরও এক অনন্য নজির গড়লেন তিনি। যাকে বলা যায়, এক ঢিলে দুই পাখি মারা! একসঙ্গে বিশ্ব অ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০২৪ প্যারিস অলিম্পিক্সের টিকিট কনফার্ম করলেন নীরজ। তাঁর একটি থ্রো বাজিমাত করে দিয়েছে। 

প্রথম প্রচেষ্টাতেই ৮৮.৭৭ মিটারের জ্যাভেলিন নিক্ষেপ করে বিশ্ব অ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপ ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন নীরজ চোপড়া। শুধু তাই নয়, প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জনও তাঁর হয়ে গিয়েছে এই একটি থ্রোতেই। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জনের জন্য ৮৩.০০ মিটার দরকার ছিল। আর প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন হত ন্যূনতম ৮৫.৫০ মিটার। নীরজের এক থ্রো একসঙ্গে দুই লক্ষ্য পার করেছে। নীরজ চোপড়া ছাড়া কোনও অ্যাথলেটই প্রথম প্রচেষ্টায় ৮৩ মিটার দূর ছুড়তে পারেননি।

প্রসঙ্গত, নীরজ চোপড়া দ্বিতীয় ভারতীয় যিনি ২০০৮ সালের শ্যুটার অভিনব বিন্দ্রার পর অলিম্পিক্সে কোনও ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন। আর তিনিই প্রথম ভারতীয় যিনি অ্যাথলেটিক্সে প্রথম সোনা জেতেন এই মঞ্চে। আজকের এই কৃতিত্বের আগে ডায়মন্ড লীগেও একাধিকবার বাজিমাত করেছেন নীরজ।  

Around The Web

Trending News

You May like