তেরঙ্গায় অটোগ্রাফ চেয়েছিলেন মহিলা ভক্ত, নীরজ যা করলেন তাতে গর্বিত হবেন

তেরঙ্গায় অটোগ্রাফ চেয়েছিলেন মহিলা ভক্ত, নীরজ যা করলেন তাতে গর্বিত হবেন

বুডাপেস্ট: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ড মিটে সোনা জিতে ইতিমধ্যেই নতুন রেকর্ড বানিয়ে ফেলেছেন নীরজ চোপড়া। কিন্তু তিনি যে শুধু খেলায় দেশের নাম উজ্জ্বল করছেন না, খেলার বাইরেও করছেন, তার প্রমাণ মিলল। সোনা জেতার পরে হাঙ্গেরির এক ভক্ত নীরজের অটোগ্রাফ চেয়েছিলেন। তাঁকে সেই অটোগ্রাফ দিতে গিয়েই নীরজ যা করলেন তা সকল দেশবাসীর বুক গর্বে ভরিয়ে দেবে। 

আসলে বুডাপেস্টে ইতিহাস সৃষ্টি করার পর হাঙ্গেরির এক মহিলা ভক্ত নীরজের কাছ থেকে অটোগ্রাফ চান। তবে তিনি সেটা চেয়েছিলেন ভারতের তেরঙ্গা পতাকায়। তবে নীরজ সেই পতাকায় সই করেননি। ভারতের পতাকা নীরজের দিকে এগিয়ে দিয়ে তাতে সই করার অনুরোধ জানালেও ওই মহিলা ভক্ত তাতে সই পাননি। নীরজ তাঁকে স্পষ্ট বলেছেন, ”জাতীয় পতাকায় সই করা সম্ভব নয়।” এরপর তিনি অবশ্য ওই মহিলা ভক্তের টি শার্টে সই করে দেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি। 

উল্লেখ্য, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের মেগা ফাইনালে ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ইতিহাস তৈরি করেছেন নীরজ চোপড়া। সাধারণত প্রথম থ্রো-তেই ম্যাজিক থাকে নীরজের৷ তবে এখানে প্রথম থ্রো-তে ফাউল করেছিলেন ভারতীয় এই জ্যাভলার। তবে দ্বিতীয় থ্রো-তেই ফাইনালের সেরা থ্রোটি করে ফেলেন তিনি। ৮৮.১৭ মিটার দূরত্ব অতিক্রম করে যায় তাঁর জ্যাভলিন৷ সে গণ্ডি আর কোনও জ্যাভলিন থ্রোয়ার টপকাতে পারেননি। ৮৭.৮২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রুপো জেতেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আর্শাদ নাদিম।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *