কলকাতা: ফের ইতিহাস লিখলেন সোনার ছেলে৷ জুরিখে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগের খেতাব জিতলেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া৷
আরও পড়ুন- ম্যাচের মাঝে ঘুষোঘুষি দুই ক্রিকেটারের, পাক-আফগান ম্যাচে উত্তেজনা শারজার গ্যালারিতেও
অলিম্পিক্স চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাবের পর ডায়মন্ড লিগে পুরস্কার জিতলেন ২৪ বছরের এই তরুণ জ্যাভলার৷ আর সবটাই হয়েছে ১৩ মাসের মধ্যে। ২০২১ সালের ৭ অগাস্ট, টোকিয়ো অলিম্পিক্সে সোনা জেতেন নীজর৷ সেখান থেকেই উল্কার গতিতে উত্থান হরিয়ানার পানিপতের খান্দ্রা গ্রামের এই ছেলের৷ ভারতীয় খেল দুনিয়ায় একের পর এক ইতিহাস লিখছেন নীরজ। ডায়মন্ড লিগের ফাইনালে ফের চমক দেবেন নীরজ, সেই অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা৷ সেই লক্ষ্যে নীরজ সফল।
স্টকহলম ডায়মন্ড লিগে পদক এবং লুজানে সোনা জয়ের পরই ফাইনালে নিজের স্থান নিশ্চিত করে ফেলেছিলেন এই ভারতীয় জ্যাভলার। গত জুলাই মাসে চোট নিয়েই আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জিয়েছিলেন তিনি। তবে এই চোটের জেরেই কমনওয়েলথ গেমস থেকে ছিটকে যান নীরজ৷ সেই চোট সারিয়েই দারুণ ছন্দে ফিরে এলেন তিনি৷ লুজানে প্রথম থ্রোয়েই ৮৯.০৮ মিটার ছুড়েছিলেন৷ ডায়মন্ড লিগ ফাইনালে চতুর্থ স্থানে থেকে যোগ্যতা অর্জন করেছিলেন সোনার ছেলে নীরজ চোপরা। সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে ফাইনালে উঠেছিলেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভাদলেই। জুরিখে মূলত নীরজের টক্কর হয়েছিল তাঁর সঙ্গেই। শেষ পর্যন্ত বাজিমাত করেন নীরজই।
নীরজ ট্র্যাকে নামা মানেই গোটা দেশের বাড়তি প্রত্যাশা৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বিশ্বস্তরের যে মঞ্চগুলিতে এতদিন দাগ কাটতে পারেননি ভারতীয় অ্যাথলিটরা, সেখান থেকে এক এক করে সাফল্য তুলে আনছেন নীরজ। ডায়মন্ড লিগ জিতে ট্রফির পাশাপাশি নীরজ পেলেন ৩০ হাজার মার্কিন ডলারের পুরস্কার৷ ভারীয় মুদ্রায় যা প্রায় ২৪ লক্ষ টাকা৷ সঙ্গে পেলেন ২০২৩ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ওয়াইল্ড কার্ড। যদিও লুজানে ৮৫.২০ মিটারের বেশি থ্রো করে ইতিমধ্যেই আগামী বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার যোগ্যতা অর্জন করে ফেলেছেন এই জ্যাভলার৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>