Aajbikel

নজির সোনাজয়ী নীরজের! জ্যাভলিনে বিশ্বের ১ নম্বর হলেন ভারতের সোনার ছেলে

 | 
নীরজ চোপড়া

 নয়াদিল্লি: নীরজ চোপড়ার মুকুটে সাফল্যের নতুন পালক। টোকিও অলিম্পিকে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন ‘সোনার ছেলে’। এবার বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার হিসাবে জায়গা পাকা করে নিলেন নীরজ। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়লেন অলিম্পিক্সে সোনাজয়ী অ্যাথলিট৷ 


বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্সকে পিছনে ফেলে একনম্বর স্থান দখল করেন ভারতের সোনা জয়ী জ্যাভলিন থ্রোয়ার। সোমবার বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার প্রকাশিত ক্রমতালিকায় দেখা গিয়েছে, গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের থেকে ২২ পয়েন্টে এগিয়ে রয়েছেন নীরজ৷ নীরজের সংগৃহীত পয়েন্ট ১৪৫৫। সেখানে অ্যান্ডারসন পিটার্সের পয়েন্ট ১৪৩৩।   

২০২১ সালে টোকিয়ো অলিম্পিক্সে জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতেছিলেন নীরজ। অভিনব বিন্দ্রার পরে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সেটিই ছিল ভারতের দ্বিতীয় সোনা জয়। তবে অলিম্পিক্সে সোনা জিতেই থেমে যায়নি নীরজের বিজয় রথ। জুরিখে ডায়মন্ড লিগেও সোনা জেতেন নীরজ। সেখানে আরও বেশি দূরে (৮৯.৬৩) জ্যাভলিন ছোড়েন সোনার ছেলে। তিনি যে শুধু অলিম্পিক্সে সোনা জিতেই সন্তুষ্ট থাকতে রাজি নন, তা পারফরম্যান্সেই বুঝিয়ে দিয়েছিলেন নীরজ। নীরজ নিজেই জানিয়েছিলেন, ৯০ মিটারের গণ্ডি পার করতে চান তিনি৷ আরও দূরে জ্যাভলিন ছোড়াটাই তাঁর লক্ষ্য৷ নতুন বছরে ফের সাফল্যের মুকুট উঠল নীরজের শিয়রে।  

Around The Web

Trending News

You May like